NOW READING:
‘বহিরাগতদের এনে হামলা চালিয়েছে’, মুর্শিদাবাদ প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
April 22, 2025

‘বহিরাগতদের এনে হামলা চালিয়েছে’, মুর্শিদাবাদ প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

‘বহিরাগতদের এনে হামলা চালিয়েছে’, মুর্শিদাবাদ প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Listen to this article



<p>ABP Ananda Live: ‘বহিরাগতদের এনে হামলা চালিয়েছে’, মুর্শিদাবাদ প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের দুটি ব্লকে দাঙ্গা হয়েছে। মুর্শিদাবাদ নিয়ে চক্রান্ত ফাঁস করব। মে মাসের প্রথম মাসে মুর্শিদাবাদ যাব’, বললেন মুখ্যমন্ত্রী।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>অবস্থানে চাকরিহারা শিক্ষাকর্মীরা, সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ&nbsp;</strong></p>
<p>চাকরি ফেরত চেয়ে আন্দোলনে শিক্ষাকর্মীরাও। করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা শিক্ষাকর্মীা অবস্থান-বিক্ষোভে বসেন। চাকরি ফেরতের দাবিতে গতকাল সন্ধে ৭টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন শিক্ষা কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D কর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাঁদের প্রশ্ন, যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়? আর অবস্থানের মধ্যে থেকেই এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। ক্ষিপ্ত চাকরিহারা তালা ভেঙে দেন। এমনকী আশেপাশে দোকানও বন্ধ। এরপর শৌচালয়ে ঢুকলেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।</p>



Source link