জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না’। বিধানসভা বাজেট পেশের পর ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ভোট আসলে ওরা একরকম কথা বলে। কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি থাকে না। প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না’।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র। আমাদের ভাগে যেটা পাওয়া উচিত, সেটা কিন্তু দেওয়া হয় না। একশোর দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ২৮ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান দেওয়া হয়েছে’।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে এ রাজ্যে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে বাড়ির জন্য টাকা পাবেন আরও ১৬ লক্ষ মানুষ। বাজেটে বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত ৯,৬০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, ‘চোদ্দোশো পাঁচশো কোটির মতো লাগবে, আমরা ইতিমধ্যেই অর্ধেক দিয়ে দিয়েছি। বাদবাকিটা পাবেন জুন মাসে। দ্বিতীয় যেটা ১৬ লক্ষ আজকে আবার নেওয়া হল নতুন করে। সেই ১৬ লক্ষ মানুষ, যাঁরা লিস্টে আছেন পাননি, তাঁরা ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন প্রথম কিস্তি। দ্বিতীয় কিস্তি বাড়ি শেষ হওয়ার আগেই আমরা দিয়ে দেব’।
মুখ্যমন্ত্রী জানান, ‘এরপরেও যদি কারও এই লিস্টে না থাকে, সে চায়। সেক্ষেত্রে পর্যায় ক্রমে করব। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না। কারণ, মানুষের মাথা উপর আশ্রয়, মানুষের জীবনে গভীর শিকড়’। বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২ কোটি ২১ লক্ষ মা-বোনেরা পায়। ৫০ হাজার কোটি টাকা খরচ হয়। আমাদের দেখাদেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ভোটে জেতার জন্য করেছে। আবার অনেক রাজ্য অনেকগুলি বন্ধও করে দিয়েছে। অনেক বিধি নিষেধ আছে। কারও বাইক থাকলে হবে, ফোন থাকলে হবে না। আড়াই লক্ষ রোজগার থাকলে হবে না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য’।
সবিস্তারে আসছে..