# Tags
#Blog

Mamata Banerjee: খেলার জায়গাতেই হাজিরা! সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী…

Mamata Banerjee: খেলার জায়গাতেই হাজিরা! সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী…
Listen to this article


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ‘ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের হাজিরার জায়গা’। সন্তোষজয়ী বাংলা দলের ফুটবলারদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘না করলে এদের পরিবারগুলি.. পিছু টান থাকে। ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না’।

আরও পড়ুন:  Mamata Banerjee: ‘প্রাথমিক স্তরে সেমিস্টার’,পর্ষদের সিদ্ধান্ত খারিজ মুখ্যমন্ত্রীর! ধমক ব্রাত্যকে..

ফের ভারত সেরা বাংলা। ৬ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। এই ৩৩ বার ট্রফি এল বাংলায়।  ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে ফাইনালে যে কেরালার কাছে হারতে হয়েছিল, সেই কেরলকেই এবার হারিয়ে দিল সঞ্জয় সেন ছেলেরা। আজ, বৃহস্পতিবার নবান্নে সন্তোষজয়ী বাংলা দলের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বেশিরভাগ সব গ্রামে ছেলে। এদের পিছুটান খুব কম। আর্থিক  প্রয়োজন অবশ্যই থাকে। আমি অরূপকে বলব, যাঁরা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য় এই সম্মান নিয়ে এসেছে। স্পোটর্স ডিপার্টমেন্টে এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক’। সঙ্গে ঘোষণা, খেলাধূলা করেও, চাকরিতে হাজির মানে ওরা কিন্তু খেলাধুলাটা করবে। ওদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।  ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের হাজিরার জায়গা। না করলে এদের পরিবারগুলি.. পিছু টান থাকে। ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। আমাদের সকলকে বুঝতে হবে’।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘এটা ট্রফি নয়, বাংলার গর্ব, দেশের গর্ব। আমি চাই, যেদিন আপনারা বিশ্বের হয়ে খেলবেন, সেদিন কিন্তু দূরে নয়। যদি ঠিকমতো ট্রেনিং, খাওয়াদাওয়া  এবং বাড়ির লোকেদের জন্য চিন্ত না থাকে, এই জিনিসগুলি করতে পারবেন। যাঁরা অফিশিয়াল, কোচ,ম্যানেজার, ফিজিও থেকে শুরু করে সকলে আছেন। এক্সট্রা প্লেয়ারও আছেন। তাঁরাও ভবিষ্যতে খেলবেন, তাঁদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন’।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘হিম্মত থাকলে আগে বালি-কয়লা-গরু পাচার বন্ধ করুন’, দিলীপের নিশানায় মমতা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal