NOW READING:
Cloud Burst Flash Flood: ভয়ংকর হিমালয়! মেঘভাঙা বৃষ্টি ও ভয়াল প্লাবনে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখণ্ড! ৪ মৃত্যু, ১৬ নিখোঁজ, জারি সতর্কতা…
July 1, 2025

Cloud Burst Flash Flood: ভয়ংকর হিমালয়! মেঘভাঙা বৃষ্টি ও ভয়াল প্লাবনে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখণ্ড! ৪ মৃত্যু, ১৬ নিখোঁজ, জারি সতর্কতা…

Cloud Burst Flash Flood: ভয়ংকর হিমালয়! মেঘভাঙা বৃষ্টি ও ভয়াল প্লাবনে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখণ্ড! ৪ মৃত্যু, ১৬ নিখোঁজ, জারি সতর্কতা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর অবস্থা উত্তর ভারতে। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ও উত্তরাখণ্ডের (Uttarakhand) অবস্থা ভয়াবহ। সেখানে ইতিমধ্যেই দুই মৃত্যুর খবর এসেছে। ১৬ জন নিখোঁজ। হিমাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হিমাচলের মান্ডিতে ভয়ানক বৃষ্টি (heavy rainfall)। মানালি হাইওয়েতে যানচলাচল বন্ধ। বহু জেলায় স্কুল বন্ধ। ওদিকে উত্তরাখণ্ডেও জারি অরেঞ্জ অ্যালার্ট। চামোলি ও উত্তরকাশীতেও বন্ধ স্কুল। ভারতীয় মৌসম ভবনের (India Meteorological Department) এই দুই জেলাকেই সতর্ক করেছে। 

আরও পড়ুন: Dharmatala Bus Stand: ‘ইতিহাস’ হতে চলেছে ধর্মতলা বাসস্ট্যান্ড! সরছে শহিদ মিনার চত্বরের প্রখ্যাত এই বাস টার্মিনাস? কোথায় হবে নতুনটি?

আরও পড়ুন: Navpancham Yog Shani: ৩০ বছর পরে শনি তৈরি করেছেন নবপঞ্চম রাজযোগ! তাঁর কৃপায় সাফল্যের তুঙ্গে এই রাশির জাতকেরা, টাকার প্লাবন…

ভয়ংকর বিপাশা

হিমাচলে বিয়াস তথা বিপাশা নদীতে ভয়ংকর স্রোত। বন্যাজলে ভেসে যাচ্ছে এই নদীর অববাহিকা। মান্ডিতেও পরিস্থিতি ক্রমশ ভয়াল হয়ে উঠছে। বিপদগ্রস্ত ৯৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৬ জন এখনও নিখোঁজ। দশটি বাড়ি এবং ১২টি পশুশালা নষ্ট হয়ে গিয়েছে। ২৬টি গবাদি পশু হয় মারা গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে। অবিরত বৃষ্টি হয়েই চলেছে।

হিমাচলে মোট ২৩ মৃত্যু

বহু জায়গায় ধস নেমেছে। চণ্ডীগড়-মানালি হাইওয়ের মান্ডি-মানালি স্ট্রেচটিরও বহু অংশে ধস নেমেছে। ট্রাফিক বিঘ্নিত হয়েছে। সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিম ও উদ্ধারকারী দল। কাংড়া, সিরমৌর সোলানে স্কুল বন্ধ। হিমাচলে গত ২৪ ঘণ্টায়। ৩ জন মারা গিয়েছেন। এই নিয়ে এই বর্ষায় মোট ২৩ মৃত্যু এই রাজ্যে। 

উত্তরাখণ্ডেও বিপর্যয়

উত্তরাখণ্ডেও পরিস্থিতি সঙ্গিন। চামোলি, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, বাগেশ্বর পিথোরাগড়ে পরিস্থিতি খুবই খারাপ। বহু জেলাতেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।  আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও জারি করা হয়েছে। ওষুধপত্র, খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে প্রস্তুত আছে বিপর্যয় মোকাবিলা টিম।

ঝাড়খণ্ড ও ওড়িশায় 

প্রসঙ্গত, ক’দিন আগেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল ঝাড়খণ্ড ও ওডিশা। ঝাড়খণ্ডের সুবর্ণরেখায় প্রবল স্রোত দেখা দিয়েছিল। ২১টি গ্রাম পঞ্চায়েতের ভয়ংকর পরিস্থিতি হয়েছিল। জলেশ্বরের কিছু অংশ এবং ভোগরাই, বালিয়াপাল এবং বাস্তার অবস্থা মোটেই ভালো ছিল না। ঝাড়খণ্ডের সুবর্ণরেখার প্রবল জলস্তর ফুঁসতে ফুঁসতে আক্রমণ শানিয়েছিল পার্শ্ববর্তী ওডিশায়। ওডিশার বালাসোর সবচেয়ে ক্ষতিগ্রস্ত। শনিবার বালাসোর জেলার অন্তত ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। সুবর্ণরেখায় রাজঘাটে এখনও জলস্তর ১১.৯ মিটার উচ্চতায় দাঁড়িয়ে। যেখানে বিপদসীমা ১০.৩৬ মিটার! জানা গিয়েছে, শুধু বৃষ্টি নয়, এই ফ্ল্যাশ ফ্লাড ঘটেছে চান্ডিল ড্যাম থেকে সহসা বিপুল পরিমাণ জল রিলিজ করায়। আরও জানা গিয়েছে, অতি বৃষ্টি তো ছিলই, পাশাপাশি, ঝাড়খণ্ডের গালুডি ব্যারাজ আটটি গেট খুলে দেওয়ায় জলের তোড় বিধ্বংসী শক্তিতে বেরিয়ে আসে।একটি খুবই ট্র্যাজিক ঘটনা ঘটেছে। কুহলা গ্রামের নব পিলা নামের এক ব্যক্তির ছেলে বন্যাজলে ভেসে গিয়েছেন বলে জানা যায়। তখনজামকুণ্ডা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। কুহলা চাদার কাছে দুর্ঘটনাটি ঘটে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link