<p><strong>কলকাতা:</strong> সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুই বিভাগে বেনজির সংঘাত। কলেজের বাইরে বন্দুক হাতে পাহারায় পুলিশ। এক বিভাগের পুজো ক্যাম্পাসে, অন্য পুজো বাইরের গলিতে। কলেজে এবার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। পরিস্থিতি খতিয়ে দেখতে কলেজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ মালা রায়। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="Maternal and Child Mortality: প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমাতে তৎপরতা, নতুন নিয়ম চালু স্বাস্থ্য দফতরের" href="https://bengali.abplive.com/district/west-bengal-health-department-alert-to-reduce-maternal-and-child-mortality-rates-1118420" target="_self">Maternal and Child Mortality: প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমাতে তৎপরতা, নতুন নিয়ম চালু স্বাস্থ্য দফতরের</a></strong></p>
Source link
যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান, ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ও সাংসদ
