Bangladesh: এসব বাংলাদেশেই সম্ভব! মাংসের বদলে ঝোল দেওয়া নিয়ে বিরাট সংঘর্ষ….
![Bangladesh: এসব বাংলাদেশেই সম্ভব! মাংসের বদলে ঝোল দেওয়া নিয়ে বিরাট সংঘর্ষ…. Bangladesh: এসব বাংলাদেশেই সম্ভব! মাংসের বদলে ঝোল দেওয়া নিয়ে বিরাট সংঘর্ষ….](https://i2.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/07/520009-mwat.jpg?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাংসের বদলে কেন বারবার ঝোল দেওয়া হচ্ছে? অনুষ্ঠানবাড়িতে আমন্ত্রিতদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেঁধে গেল পরিবেশক! আহত কমপক্ষে ৪। একজন ভর্তি হাসপাতালে। আজবকাণ্ড বাংলাদেশের কুষ্টিয়ায়।
আরও পড়ুন: Bangladesh: কাঠগড়ায় সেই হাসিনাই! দেশবাসীকে আইনশৃঙ্খলা রক্ষার আহ্বান ইউনূসের!
পুলিস সূত্রে খবর, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলাম। তাঁর বাড়িতে একটি অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও প্রতিবেশী মিলিয়ে আমন্ত্রিত ছিলেন কমপক্ষে ৩০০ জন। বিকেলে একই টেবিলে বসে খাচ্ছিলেন প্রতিবেশি আকবরের স্ত্রী, তাঁর দুই সন্তান- শান্ত ও চান্নু-সহ পরিবারের ৮ জন।
যিনি পরিবেশন করছিলেন, তাঁকে ঝোলের মাংসের গামলা বদল করে ভালো মাংস আনতে বলেন চান্নু। পরিবেশক বেশ কয়েকবার গামলা বদলেও আনেন। কিন্তু প্রতিবারই নাকি গামলায় অতিরিক্ত ঝোল ছিল!এই নিয়ে শুরু হয় বচসা। শেষে এক ব্যক্তি যখন চেয়ারের আঘাতে শান্তের মাথা ফাটিয়ে দেন, তখন সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, পুলিস ডাকতে হয়। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: Bangladesh | Awami League: বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)