NOW READING:
Chinar Park Robbery: দুই সতীনের বিবাদ, ৭০ কোটির লোভে পড়েই চিনার পার্কে ‘ডাকাত’ CISF!
March 27, 2025

Chinar Park Robbery: দুই সতীনের বিবাদ, ৭০ কোটির লোভে পড়েই চিনার পার্কে ‘ডাকাত’ CISF!

Chinar Park Robbery: দুই সতীনের বিবাদ, ৭০ কোটির লোভে পড়েই চিনার পার্কে ‘ডাকাত’ CISF!
Listen to this article


পিয়ালী মিত্র: রক্ষক থেকে রাতারাতি ভক্ষক! কীভাবে? ‘এক অভিযানে মিলবে ৭০ কোটির অর্ধেক’! টোপ দেওয়া হয়েছিল CISF কর্মীদের। চিনার পার্কে  ‘স্পেশাল ২৬’ অপারেশনে নয়া তথ্য।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ঘটনাটি ঠিক কী? চিনার পার্কে একটি আবাসনে স্ত্রী ও মেয়ে নিয়ে থাকতেন আরপি সিং নামে এক ব্য়ক্তি। পেশায় তিনি ছিলেন প্রোমোটার। কয়েক বছর আগে প্রয়াত হন আরপি সিং। অভিযোগ, গত ১৭ মার্চ ইনকাম ট্যাক্স অফিসার সেজে তাঁর প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে হানা দেন  CISF কর্মীরা!২৫ ভরি সোনা ও নগদ ৩০ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যান তাঁরা। অভিযুক্তরা এখন পুলিসের হেফাজতে।

কেন ভুয়ো ইনকাম ট্যাক্স অভিযোগ? তদন্তে জানা গিয়েছে, মোটা অংকের টাকা লোভেই ইনকাম ট্যাক্স অফিসার সেজে অভিযান চালিয়েছিলেন CISF কর্মীরা। প্রোমোটার আরপি সিংয়ে দুটো বিয়ে। দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম আরতি সিং। তাঁর ধারণা ছিল, চিনার পার্কে স্বামীর প্রথমপক্ষের স্ত্রী বাড়িতে ৭০ থেকে ৮০ কোটি টাকা রয়েছে। সেই টাকা হাতাতেই CISF-র ব্য়বহার করেন তিনি। টোপ দেন, ‘এক অভিযানে মিলবে ৭০ কোটির অর্ধেক’।

ধৃত CISF কর্মী হলেন  সিনিয়র ইন্সপেক্টর অমিত কুমার সিং, কনস্টেবল লক্ষ্মী কুমারী চৌধুরী, বিমল থাপা, হেড কনস্টেবল রামু সরোজ, আর জনার্দন সাউ। এদের মধ্যে কনস্টেবল লক্ষ্মী কুমারি আরজি করে CISF ইউনিটের সদস্য় ছিলেন। চিনার পার্কে ডাকাতির সময়ে তিনি মহিলা কনস্টেবলের পোশাকে ছিলেন বলে খবর।

আরও পড়ুন:  Partha Chatterjee: ‘পার্থর কথাতেই নষ্ট করা হয় OMR শিট!’, আদালতে বিস্ফোরক দাবি CBI..

আরও পড়ুন:  Khadim owner Partha Roy Barman kidnapping case: খাদিম কর্তা অপহরণ মামলায় বড় আপডেট! কেউ দেখেইনি তাকে! ১২ বছর পর মুক্ত…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link