সৌমেন ভট্টাচার্য: রক্ষকই ভক্ষক? ইনকাম ট্যাক্স অফিসার সেজে ২৫ ভরি সোনা, ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগে এবার গ্রেফতার ৫ CISF কর্মী-সহ ৮ জন! ধৃতদের মধ্যে একজন আবার চার মাস আগে আরজি করে কর্মরত ছিলেন বলে খবর। চিনার পার্কে ‘স্পেশাল ২৬’ অপারেশন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পুলিস সূত্রে খবর, গত ১৭ মার্চ বাগুইআটির চিনার পার্কের একটি ফ্ল্যাটে হঠাত্-ই অভিযান চালান ইনকাম ট্যাক্সের অফিসাররা। ওই ফ্ল্যাট থেকে ২৫ ভরি সোনা, ৩ লক্ষ টাকাও উদ্ধার হয়। এরপর ফ্ল্যাটের মালিক জানতে পারেন, যাঁরা এসেছিলেন, তাঁরা কেউ-ই ইনকাম ট্যাক্স অফিসার নন! বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনার তদন্তে নেমে যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের ৫ জন CISF কর্মী। বাকি দু’জনের মধ্যে একজন মিডলম্যান, আরেক একজন গাড়ির চালক। ধৃত CISF কর্মী হলেন সিনিয়র ইন্সপেক্টর অমিত কুমার সিং, কনস্টেবল লক্ষ্মী কুমারী চৌধুরী, বিমল থাপা, হেড কনস্টেবল রামু সরোজ, আর জনার্দন সাউ। এদের মধ্যে কনস্টেবল লক্ষ্মী কুমারি চার মাস আগে আরজি করে নিরাপত্তা দায়িত্বে ছিলেন বলে খবর।
প্রাথমিক তদন্তে অনুমান, এই গোটা অপারেশন সাহায্য করেছেন পরিবারের কোনও সদস্য়। কিন্তু ওই ফ্ল্যাটে ইনকাম ট্যাক্স অফিসার সেজে ডাকাতি? নেপথ্যে কি বড় কোনও চক্র? খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: Sealdah: নজরে মহিলা যাত্রী, শিয়ালদহে লোকাল ট্রেনে নয়া ব্যবস্থা চালুর সিদ্ধান্ত রেলের..
আরও পড়ুন: Digha Chaitanya Temple: সৈকতনগরীতে ভক্তির ঢেউ! জগন্নাথমন্দিরের আগেই দিঘার অদূরে শ্রীচৈতন্যদেবের মন্দির…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)