# Tags
#Blog

Bengal International Film Festival : ছোট পরিসরে বড় আয়োজন, নজরে ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ !

Bengal International Film Festival : ছোট পরিসরে বড় আয়োজন, নজরে ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ !
Listen to this article


Bengal International Film Festival :  ছোট পরিসরে বড় আয়োজন, নজরে ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ! 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সদ্য সমাপ্ত হল ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’- এর। সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি চার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই চলচ্চিত্র উৎসব। আয়োজনে ‘বাংলা আবার’। এবারের স্লোগান ‘বাংলা সিনেমা বিশ্বের আবেগ’। বাংলা,আসাম ছাড়াও দেখানো হয়েছে নেপালের ছবি। সিনেমার উৎসবে মোট ১০ টি ছবি দেখানো হয়েছে। উৎসব পরিচালক সংঘমিত্রা চৌধুরী জানালেন, ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ বছর তৃতীয় বর্ষে। উৎসবের উদ্বোধনে  বিশেষ অতিথি মুম্বই-এর অভিনেতা রোহিত রায়। প্রচুর হিন্দি ছবির পাশাপাশি কিছু বাংলা ছবিও করেছেন রোহিত। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সংগীতশিল্পী ও অভিনেত্রী অন্বেষা দত্তগুপ্ত সহ আরও অনেক শিল্পীরা উপস্থিত ছিলেন এই চলচ্চিত্র উৎসবে।

আরও পড়ুন :  ছত্রপতির দাপটে কাঁপছে বলিউড, ভিকির কামব্যাকে ২৭৩ কোটির কামাল !

যে বিশিষ্ট চিত্রপরিচালক, ‘স্বপন সাহা’র ছবি দেখে বড় হয়েছে নব্বইয়ের জেনারেশন, তিনিও এসেছিলেন এই উৎসবে। তাঁকে লাইফ টাইম এচিভমেন্টে সম্মানে সম্মানিত করা হয়। এই ফেস্টিভ্যালে অবাধ প্রবেশ ছিল। ফেস্টিভ্যালের ভাইস প্রেসিডেন্ট সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমাদের এই উৎসবে প্রদর্শিত হয়েছে নানা স্বাদের ছবি। এই ফেস্টিভ্যালে ‘স্বতন্ত্র বীর সভারকার’ এবং ‘দ্য সবরমতী রিপোর্ট’ এর মতো ছবি প্রদর্শিত হয়েছে।’ উৎসবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত, পরিচালক রামকমল মুখোপাধ্যায়। আয়োজক সংস্থা ‘বাংলা আবার’ এর পক্ষ থেকে হৈমন্তী বন্দ্য়োপাধ্য়ায় এবং কাঞ্চন বন্দ্য়োপাধ্য়ায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। 

আরও পড়ুন :  হলিউডি থ্রিলারে এবার কাঁপাবেন ভাইজান, সঙ্গী ‘মুন্নাভাই’!

উৎসবের প্রথম দিন দেখানো হয় রণদীপ হুডা পরিচালিত হিন্দি ছবি ‘স্বতন্ত্র বীর সভারকার’। ১৬ ফেব্রুয়ারি, উৎসবের দ্বিতীয় দিন দেখানো হয়েছে যদুমনি দত্ত পরিচালিত অসমিয়া ছবি জুঁইফুল, দেবদূত ঘোষ পরিচালিত বাংলা ছবি ‘আদর’ এবং শুভজিৎ দে পরিচালিত বাংলা ছবি ‘ওপারে’। ১৭ ফেব্রুয়ারি, উৎসবের তৃতীয় দিন ইন্দুলক্ষ্মী পরিচালিত মালায়ালাম ছবি ‘আপ্পুরাম’, রাজা চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘মানিক কাকুর ক্যামেরা’ এবং কিংশুক দে পরিচালিত বাংলা ছবি ‘রেড ফ্লাইস’। ১৮ ফেব্রুয়ারি, উৎসবের শেষ দিন দেখানো হয়েছে ‘প্রশান্ত রাসাইলি’ পরিচালিত নেপালি ছবি ‘আচার্য’, সৌম্যজিৎ আদক পরিচালিত বাংলা ছবি ‘তিলোত্তমা’ এবং ধীরজ সারনা পরিচালিত হিন্দি ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। উৎসবে সেলিব্রিটি ছাড়াও সম্মানিত করা হয় বাংলা ছবির সঙ্গে যুক্ত থাকা প্রবীণ টেকনিশিয়ানদের। উৎসবে পূর্ণ দৈর্ঘ্যের ছবি ছাড়াও প্রদর্শিত হয়েছে শর্ট ফিল্ম। এছাড়া এই উৎসবে ছিল স্টুডেন্টস মাস্টার ক্লাস, প্যানেল ডিসকাশনস, লাইভ কনসার্ট।





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal