# Tags
#Blog

PVR Lands In Trouble: সিনেমা দেখতে গেছি, অ্যাড নয়! বিরক্ত দর্শককে ১ লাখ ক্ষতিপূরণ দিল PVR…

PVR Lands In Trouble: সিনেমা দেখতে গেছি, অ্যাড নয়! বিরক্ত দর্শককে ১ লাখ ক্ষতিপূরণ দিল PVR…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমা শুরুর সময় এক, কিন্তু চালু হচ্ছে অন্য সময়ে। তাহলে এতক্ষণ ধরে হলে হচ্ছেটা কী? সিনেমা শুরুর আগে চলছে অ্যাড বা বিজ্ঞাপন। যা দেখতে দেখতে রীতিমত বিরক্ত হয়ে পড়ছে দর্শকরা। বিরক্ত হওয়ার জেরে বেঙ্গালুরুর এক যুবক সোজা গিয়ে এমআর, পিভিআর সিনেমা, আইনক্স এবং বুকমাইশো-র বিরুদ্ধে মামলা করে বসে। ৩০ বছর বয়সী অভিষেক মামলাটি করেন।

অভিষেক অভিযোগ জানান, ২০২৩ সালে ২৬ ডিসেম্বর ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুরের’ জন্য বিকেল ৪.০৫টা শো বুক করেন। সময়সূচি অনুযায়ী, সিনেমাটি ৬.৩০ টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শো-ই শুরু হয়েছিল ৪.২৮-এ। এতক্ষণ ধরে হলে চালানো হয়েছিল বিজ্ঞাপন। যার জেরে অভিষেক নিজের কাজে পৌঁছাতে দেরি করে। এই ঘটনার জন্য তিনিমানসিক যন্ত্রণা পেয়েছেন এবং এটা একটা ‘অন্যায্য বাণিজ্যিক পদ্ধতি’ হিসেবে গণ্য হওয়া উচিত। পরে অভিষেক গিয়ে মামলা দায়ের করেন।

অন্যদিকে, পিভিআরের তাঁর যুক্তি প্রত্যাখ্যান করে যে রেকর্ডিং অবৈধ ছিল। কমিশন জানিয়েছে যে অভিযোগকারী তার মামলা সমর্থন করার জন্য কেবল বিজ্ঞাপনগুলি রেকর্ড করেছিলেন। এটি আরও উল্লেখ করেছে যে এটি করার মাধ্যমে তিনি পরিষেবার ক্ষেত্রে একটি ঘাটতি এবং একটি অন্যায় বাণিজ্য অনুশীলনের প্রমাণ দিয়েছিলেন, উভয়ই ভোক্তার অধিকারের অধীনে বৈধ উদ্বেগ।

আরও পড়ুন:Madhyamik 2025: অভাবী-মেধাবীর লড়াই শেষ! জীবন বিজ্ঞান পরীক্ষার দিনই চোখ বুজল অভিজিত্‍…

এছাড়াও পিভিআর সিনেমাস এবং পিভিআর আইনক্স লিমিটেড দাবিগুলি অস্বীকার করে বলেছে যে তাদের আইনত পাবলিক সার্ভিস ঘোষণা (পিএসএ) স্ক্রিন করা বাধ্যতামূলক।

উল্লেখ্য, বেঙ্গালুরু নগর জেলা গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশন নির্ধারিত শো সময়ের বাইরে বিজ্ঞাপন দেখানোর জন্য পিভিআর সিনেমাস, ওরিয়ন মল এবং পিভিআর আইনক্স লিমিটেডকে জরিমানা করেছে। কমিশন পিভিআরকে ১ লক্ষ টাকা জরিমানা করতে বলেছে এবং অনুমোদিত সময়ের বাইরে বিজ্ঞাপন দেখানো ‘অন্যায়’ এবং ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’ বলে জানা গিয়েছে। পিভিআরকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ভোক্তা কল্যাণ তহবিলে অর্থ জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:Husband Suicide: ‘তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে?’, স্ত্রীকে ভিডিয়ো কল করতে করতেই গলায় দড়ি স্বামীর…

আরও জানা গিয়েছে, সভাপতি এম শোভা এবং সদস্য কে অনিতা শিবকুমার এবং সুমা অনিল কুমারের নেতৃত্বে কমিশন শনিবার (১৫ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট অভিষেক এমআর-এর দায়ের করা অভিযোগ আংশিকভাবে বহাল রেখে এই আদেশ জারি করে। অভিযোগকারীকে মানসিক যন্ত্রণা ও অসুবিধার জন্য ২০,০০০ টাকা এবং মামলার খরচের জন্য ৮,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন আরও উল্লেখ করেছে যে, অনেক দর্শক একই ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং পিভিআর সিনেমাস এবং পিভিআর আইনক্স লিমিটেডকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছে।  কমিশন আরও পর্যবেক্ষণ করেছে যে অন্যের সময় এবং অর্থ থেকে লাভ করার অধিকার কারও নেই। ৩০ মিনিটের বেশি বসে বিজ্ঞাপন দেখা যাবে না কারণ সিনেমা দেখলে মন কিছুটা প্রশান্তি পায়, এতে কোনও হতাশার সৃষ্টি হওয়া উচিত নয়, কমিশন উল্লেখ করেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal