NOW READING:
একদিনে CID ও পুলিশের জোড়া তলব অর্জুন সিংহকে, ‘কোথাও যাচ্ছেন না’, জানালেন প্রাক্তন সাংসদ
December 28, 2024

একদিনে CID ও পুলিশের জোড়া তলব অর্জুন সিংহকে, ‘কোথাও যাচ্ছেন না’, জানালেন প্রাক্তন সাংসদ

একদিনে CID ও পুলিশের জোড়া তলব অর্জুন সিংহকে, ‘কোথাও যাচ্ছেন না’, জানালেন প্রাক্তন সাংসদ
Listen to this article


সমীরণ পাল, ভাটপাড়া : একদিনে অর্জুন সিংহকে CID ও পুলিশের জোড়া তলব । ভাটপাড়া পুরসভার মামলায় ভবানীভবনে তলব করা হয় তাঁকে। অন্যদিকে, জগদ্দলে উস্কানিমূলক মন্তব্য মামলায় ব্যারাকপুর কমিশনারেটে তলব করা হয়েছে অর্জুন সিংহকে। কিন্তু, তাঁর দাবি, নোটিস পেয়েছি, কিন্তু কোথাও যাচ্ছি না।

বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংহর বক্তব্য , তিনি কি হাওয়াই জাহাজে উড়ে যাবেন ? কারণ, আজ বিকেল ৩টের সময় তাঁক সিআইডি ভবানীভবনে তলব করে। ২০২০ সালের ভাটপাড়া পুরসভার মামলায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অপরদিকে, ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেখানে তিনি স্পষ্ট অভিযোগ করেছিলেন, উস্কানিমূলক মন্তব্য করেছেন অর্জুন সিংহ। গত ২৫ ডিসেম্বর তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার আশঙ্কা রয়েছে। তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে হামলার ছক কষছেন। ‘এই ঘটনায় এলাকায় অশান্তি ছড়াতে পারে।’ ২০১৯-এর কথা মনে করিয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তাঁকে জগদ্দল থানায় তলব করা হয়। কিন্তু তাঁর আইনজীবী চিঠি দিয়ে জানান, আগামী ২ তারিখ পর্যন্ত তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তাই ওইদিন পর্যন্ত কোথাও যেতে পারবেন না।

তার ভিত্তিতে গতকাল তাঁকে ২ বার মেল পাঠানো হয়। প্রথমে মেল পাঠিয়ে তাঁকে ৩ জানুয়ারি ব্যারাকপুর কমিশারেটে গিয়ে গোয়েন্দা বিভাগে দেখা করার জন্য বলা হয়। তার পরক্ষণেই গতকাল তাঁকে মেল পাঠিয়ে বলা হয়, আজ বিকাল ৫টার সময় ব্যারাকপুর কমিশনারেটে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে দেখা করা জন্য। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরবর্তীকালে ব্যারাকপুর কমিশনারেটের তরফে জানানো হয়, ভুলবশত প্রথম মেলটি গিয়েছিল। তাঁকে আজ বিকাল ৫টা তলব করা হয়েছে। এর প্রেক্ষিতে অর্জুন সিং জানিয়েছেন, তিনি কোনওভাবেই যেতে পারছেন না। ইতিমধ্যেই তিনি সিআইডিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি আজ আসতে পারছেন না। ২ তারিখের পর কোনও দিন ধার্য হলে তাঁকে ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে। কারণ তাঁর বিভিন্ন রাজনৈতির কর্মসূচি থাকে।

এর পাশাপাশি তিনি ব্যারাকপুর কমিশনারেটেও আজ যেতে পারবেন না বলে তাঁর আইনজীবী কিছুক্ষণের মধ্যে চিঠি পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন অর্জুন সিংহ।

 

আরও দেখুন



Source link