NOW READING:
Bangladesh: বাংলাদেশে পালিত হচ্ছে ইস্টার সানডে, দেশের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা গীর্জায় গীর্জায়
April 20, 2025

Bangladesh: বাংলাদেশে পালিত হচ্ছে ইস্টার সানডে, দেশের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা গীর্জায় গীর্জায়

Bangladesh: বাংলাদেশে পালিত হচ্ছে ইস্টার সানডে, দেশের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা গীর্জায় গীর্জায়
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: আজ রোববার সারা বাংলাদেশে পালিত হচ্ছে খ্রিষ্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন।

খ্রিষ্ট ধর্মমতে, যীশু খ্রিষ্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। পাপমুক্ত করেন মানব সমাজকে। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী যীশু খ্রিষ্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। বিশ্বাস করা হয়, মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার যিশুখ্রিস্টের পুনরুত্থান হয়।

দিনটি উপলক্ষ্যে সকাল থেকেই রাজধানী ঢাকার হোলি রোজারি চার্চে কয়েকদফায় প্রার্থনা হয়। তাতে হিংসা-বিদ্বেষ-সহিংসতা থেকে দূরে থাকার প্রার্থনা করা হয়। এছাড়া, বাংলাদেশের সুখ-সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা হয়। একইসাথে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যেও প্রার্থনা করা হয়।

আরও পড়ুন-অবিশ্বাস্য বেতনবৃদ্ধি সরকারি কর্মচারীদের! অষ্টম পে কমিশন যেন সাতরাজার ধন মানিক…

এছাড়া রাজধানী ঢাকার কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশনসহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। এরপর প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-ভয়ংকর! ‘জয় শ্রীরাম’ না বলায় ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত মুসলিম বালককে!

ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিষ্টান ভাইবোন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link