জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্যুটিং সেটে মৃত্যু কোরিওগ্রাফারের। আর তা নিয়েই ছড়িয়েছে চাঞ্চল্য। জানা যাচ্ছে অভিনেতা রীতেশ দেশমুখের (Riteish Deshmukh) সিনেমার সেটে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, অভিনেতা ও পরিচালক রীতেশের ছবি ‘রাজা শিবাজি’র শুটিং সেটে ২৬ বছর বয়সী এক কোরিওগ্রাফার প্রয়াত (Choreographer Death) হয়েছেন। মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গানের শুটিং চলাকালে নদীতে ডুবে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন- Pahalgam Terror Attack: ধর্ম দেখেননি নাজাকত, জঙ্গিদের গুলির মুখে বিজেপি নেতা-সহ ১১ জনকে বাঁচিয়ে তিনিই ‘বীর’!
পুলিসের এক কর্মকর্তা জানিয়েছে, প্রয়াত কোরিওগ্রাফারের নাম সৌরভ শর্মা। গত মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর মিলনস্থলের একটি গ্রাম সংগম মাহুলিতে শুটিংয়ের সময় নদীতে ডুবে যান তিনি। দুই দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ভেসে ওঠে।
কী ঘটেছিল সেদিন? একটি গানের দৃশ্যধারণ চলছিল। ওই গানে রং ছিটানোর একটি বিষয় ছিল, ফলে সৌরভও রং ছিটিয়েছিলেন। তাই তাঁর হাতে রং লেগে যায়। শুটিং শেষে তিনি কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধোয়ার পর, তিনি সাঁতার কাটবেন বলে জলে নামেন। সাঁতার কাটতে কাটতে মাঝনদীতে চলে গেলে তীব্র স্রোতে ভেসে যান।
আরও পড়ুন- Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় শোকাহত অরিজিত্, প্রতিবাদে বড় সিদ্ধান্ত গায়কের…
মঙ্গলবার রাতে অন্ধকারের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করা হয়। বুধবার সকালে তা আবার শুরু হয়। সারা দিন ধরে চলে অভিযান। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ উদ্ধারকারী দল নদী থেকে সৌরভ শর্মার মরদেহ উদ্ধার করে। পুলিশের কাছে একটা অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পুলিসের কর্মকর্তারা জানিয়েছেন, আরও তদন্ত চলছে। এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান এখনও পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ নিয়ে এখনও পুলিস নিশ্চিত নয়।
উল্লেখ্য, কিংবদন্তি মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে ‘রাজা শিবাজি’। দুই ভাষা—মারাঠি ও হিন্দিতে মুক্তি দেওয়া হবে। পরিচালনার পাশাপাশি এর মুখ্য ভূমিকায়ও দেখা যাবে রীতেশকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)