NOW READING:
সিবিআইয়ের দীর্ঘ জেরা অভীক, বিরূপাক্ষকে, স্বাস্থ্য ভবনের প্রতিবাদের ভাষা মুছতে চুনকাম
September 21, 2024

সিবিআইয়ের দীর্ঘ জেরা অভীক, বিরূপাক্ষকে, স্বাস্থ্য ভবনের প্রতিবাদের ভাষা মুছতে চুনকাম

সিবিআইয়ের দীর্ঘ জেরা অভীক, বিরূপাক্ষকে, স্বাস্থ্য ভবনের প্রতিবাদের ভাষা মুছতে চুনকাম
Listen to this article



<p>ধর্না উঠতেই স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদের স্বর মুছতে ‘অতিসক্রিয়’ প্রশাসন। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা, ফুটপাথে ‘বিচারের দাবিতে’ পড়ল আলকাতরা! প্রতিবাদের ভাষা মুছতে সকাল সকাল দেওয়ালে, দরজায় চুনকাম! এভাবে কি মোছা যায় প্রতিবাদ? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের।</p>
<p>৯ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। ৫ ঘণ্টা পার, এখনও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ অভীক দে।&nbsp;চিকিৎসক ধর্ষণ-খুনে এবার সিবিআই নজরে সন্দীপ ঘনিষ্ঠ অভীক-বিরূপাক্ষ। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি কর মেডিক্যালে কী করছিলেন? সকাল থেকে সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। সিবিআই-তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অভীক দে-ও। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালের সেমিনার রুমে ছিলেন? অন্য কলেজের চিকিৎসক হলেও কেন এসেছিলেন আর জি কর মেডিক্যালে?&nbsp; সন্দীপ ঘনিষ্ঠ সাসপেন্ডেড ২ চিকিৎসকের কাছে জানতে চায় সিবিআই: সূত্র আর জি কর-কাণ্ডের সময় বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ছিলেন বিরূপাক্ষ<br />আর জি কর-কাণ্ডের সময় এসএসকেএমের PGT ছিলেন অভীক দে।ক্রাইম সিন, সেমিনার রুমে বিরূপাক্ষ, অভীক ছিলেন বলে অভিযোগ IMA বেঙ্গলের । আর জি কর মেডিক্যালের আরেক চিকিৎসককেও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ</p>



Source link