NOW READING:
সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত দেশের প্রধান বিচারপতি
September 17, 2024

সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত দেশের প্রধান বিচারপতি

সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত দেশের প্রধান বিচারপতি
Listen to this article


RG Kar News: চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকরা কীভাবে নিজেদের নিরাপদ মনে করবেন? প্রশ্ন প্রধান বিচারপতি । ‘কর্মশক্তির বড় অংশই তরুণী, তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে’ । তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির । জেলাশাসক এবং পুলিশ সুপারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির । হাসপাতালে পুলিশ আছে, CRPF আছে, সওয়াল রাজ্যের । চিকিৎসকদের সংশয় তো ন্যায়সঙ্গত যে কারা এই চুক্তিভিত্তিক কর্মী? প্রশ্ন প্রধান বিচারপতির । নিরাপত্তা বাড়ানোর যে নির্দেশ আমরা দিয়েছিলাম সেটার কী হল? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির । বাজেটে অর্থ বরাদ্দ করা ছাড়া চিকিৎসকদের নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশ্ন প্রধান বিচারপতির। ABP Ananda Live 



Source link