NOW READING:
পার্কিং বিবাদে তাণ্ডব! চিংড়িঘাটাকাণ্ডে অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী
March 26, 2025

পার্কিং বিবাদে তাণ্ডব! চিংড়িঘাটাকাণ্ডে অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী

পার্কিং বিবাদে তাণ্ডব! চিংড়িঘাটাকাণ্ডে অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী
Listen to this article


কলকাতা: পার্কিং বিবাদে এবার প্রকাশ্যে তাণ্ডব। থান ইট দিয়ে মহিলাকে মার! তারপরেও অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী (Chingrighata News)। অভিযোগ সামনে আসার পরই উধাও দম্পতি। চিংড়িঘাটাকাণ্ডে (Chingrighata News) পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

পিছন থেকে থান ইট দিয়ে মহিলাকে আঘাত তৃণমূলকর্মীর। পার্কিং বিবাদে চিংড়িহাটায় এভাবেই তাণ্ডব চালালেও এখনও অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী টিংকু মণ্ডল। তাঁর স্ত্রী গ্রেফতার হলেও ২০ তারিখ বিধাননগর আদালত থেকে জামিন পান। তারপর থেকে তাঁরও পাত্তা নেই। অভিযুক্ত তৃণমূল কর্মীর মা ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, তাঁর ছেলের মাথা গরম। তাই এই কাণ্ড ঘটিয়েছে। চিংড়িঘাটার শান্তিনগরে এই ফ্ল্যাটে ভাড়া থাকেন অভিযোগকারী এক তরুণী। অভিযোগ, ১৯ মার্চ গভীর রাতে গাড়ি রাখা নিয়ে, তৃণমূলকর্মী টিংকু মণ্ডল সহ দুই মত্ত যুবকদের সঙ্গে বচসা বাধে। অভিযোগ জানানো হয় থানায়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পুলিশ অভিযুক্তদের রাতভর থানায় বসিয়ে রেখে পরের দিন ছেড়ে দেয়। থানা থেকে ছাড়া পেয়েই, দলবল নিয়ে ফ্ল্যাটে হাজির হন তৃণমূলকর্মী টিঙ্কু। অভিযোগকারী দুই তরুণীকে ডাকা হয় এলাকার ক্লাবে। কিন্তু অভিযোগ, সেখানে যাওয়ার আগেই বেধড়ক মারধর শুরু করেন তৃণমূলকর্মী টিঙ্কু মণ্ডলের স্ত্রী মিতা মণ্ডল। থান ইট দিয়ে মারেন টিঙ্কু।

অভিযোগকারী তরুণী গতকাল বলেন, “ওঁরা(পুলিশ) মুখে তো বলেছেন হ্যাঁ গ্রেফতার করবেন, কিন্তু, এমন কোনও ধারাই লেখা হয়নি, যেটায় মানে সত্যি একটা কোনও, এরকম জিনিস হয়েছে দুটো মেয়েকে রাস্তায় ফেলে ইট দিয়ে মারা হচ্ছে। পরের দিন থানা থেকে আমার কাছে একটা ফোন যায়। যে ইটটা দিয়ে মারা হয়েছে, ওই ইটটা কেন আপনি আনেননি?” পার্কিং-বিবাদে দুই তরুণীকে কিল-চড়-ঘুসি-লাথি শুরু করে থান ইট দিয়ে মারা হল। অথচ তারপরও অধরা মূল অভিযুক্ত। শাসকদলের কর্মী বলেই কি ছাড়? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত টিঙ্কু মণ্ডল ফেরার। তাঁর খোঁজে তল্লাশি চলছে। সস্ত্রীক তৃণমূলকর্মীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হয়েছে।

পার্কিং-বিবাদকে কেন্দ্র করে এর আগেও অশান্তির ঘটনা ঘটেছে। ৫ মার্চ, বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে ঝামেলা, বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এখনও অধরা ৫ অভিযুক্ত। ৭ ফেব্রুয়ারি, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করায় তরুণী আইনজীবীকে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ ওঠে। ধর্ষণ-খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন আলিপুর আদালতের ওই আইনজীবী। ৩ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন দমদমের একটি আবাসনে গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীকে ছুরির কোপ, গ্রেফতার হন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।

আরও দেখুন



Source link