জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অফিস যাওয়ার পথে ট্রেন ধরতে স্টেশন পৌঁছয় কর্মচারী। ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। আচমকাই তিনি লুটিয়ে পড়েন মাটিতে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করতে ছুটে আসে স্টেশনের বেশ কয়েকজন কর্মী এবং একজন ডাক্তার। জরুরি চিকিত্সা প্রদান করা হয়। CPR-এর মাধ্যমে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়। প্রায় ২০ মিনিট পর ব্যক্তির জ্ঞান ফেরে।
গল্প এখানে শেষ নয়। জ্ঞান ফেরা মাত্রই অদ্ভূত কথা বলে উঠলেন ওই কর্মচারী। যা শুনে রীতিমত হতবাক সকলেই। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কর্মচারী জ্ঞান ফিরেই বলেন, ‘আমাকে কাজে যেতে হবে’। ঘটনাটি ঘটে, ৪ ফেব্রুয়ারি। চিনের হুনান প্রদেশের চাংশার একটি রেলস্টেশনে।
আরও পড়ুন:Woman Torture: দ্বিতীয় বিয়ে করে স্বামী! প্রতিবাদ করায় নারকীয় অত্যাচার স্ত্রীর উপর, জানলে গা শিউড়ে উঠবে…
জানা গিয়েছে, ৪০ বছর বয়সী এক ব্যক্তি ট্রেনে ওঠার জন্য় লাইনে দাঁড়িয়েছিলেন। আচমকাই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ২০ মিনিট তাঁর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরই তাঁর প্রথম কথা সবাইকে অবাক করে দেয়। তিনি বলেন, ‘”কাজে যাওয়ার জন্য আমাকে হাই-স্পিড ট্রেনে ধরতে হবে’। তিনি আরও জানান যে, তাঁর হাসপাতালে যাওয়ার কোনও প্রয়োজন নেই। কিন্তু সেখানে উপস্থিত এক ডাক্তার তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তাঁকে সতর্ক করেন যে, পড়ে যাওয়ার কারণে তাঁর কোনও চোট লাগতে পারে। প্রাথমিকভাবে, তিনি হাসপাতালে নাকচ করে দেন। তবে তাঁকে অনেকক্ষণ বোঝানোর পর, তিনি অ্যাম্বুলেন্সে উঠতে রাজি হন।
ওই ব্যক্তির এইরকম অস্বাভাবিক আচরণ উদ্বেগের সৃষ্টি করেছে। উল্লেখযোগ্যভাবে, এই ঘটনাটি চীনে ক্রমাগত উচ্চ বেকারত্বের হার এবং অতিরিক্ত কাজের রিপোর্টের পটভূমিতে ঘটেছে। SCMP অনুসারে, ছাত্রছাত্রী বাদে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্বের হার গত বছরের নভেম্বরে ছিল ১৬.১%, যা অক্টোবরে ১৭.১% থেকে কমেছে। শুধু তাই নয়, অতিরিক্ত কাজের ফলে কর্মীদের আকস্মিক মৃত্যুর ঘটনা প্রায়শই শিরোনামে আসছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)