শিশুপাচার চক্র পর্দাফাঁসের ঘটনায় নতুন তথ্য়, ফেসবুকে গ্রুপ খুলে রমরমিয়ে শিশুপাচার

Estimated read time 1 min read
Listen to this article



<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: আন্তঃরাজ্য শিশুপাচার চক্র পর্দাফাঁসের ঘটনায় নতুন তথ্য়। ‘সোশাল মিডিয়ায় চাইল্ড অ্য়াডাপশন গ্রুপ বলে একটি গ্রুপ খোলা হয়’। তার মাধ্য়মে শিশু পাচার চক্র চালাত চক্রের পাণ্ডারা, তদন্তে নেমে দাবি সিআইডি-র। সিআইডি সূত্রে দাবি, বেআইনিভাবে বাচ্চা নিতে যাঁরা ইচছুক তাঁরা অ্যাড হতে আবেদন জানাতেন এই গ্রুপে । ‘আবেদনের ভিত্তিতে যাচাই করার পর তাঁদের গ্রুপে অ্য়াড করা হত’। ‘আবেদনকারীরা বিশ্বাসযোগ্য়তা অর্জন করতে পারলে তাঁদের হোয়াটসঅ্য়াপ নম্বর দেওয়া হত’। ‘তারপর আবেদনকারীদের তথ্য় যাচাইয়ের প্রক্রিয়া হত, আবেদনকারীদের সঙ্গে টাকার ডিল হত’। সিআইডি সূত্রে দাবি, এই হোয়াটসঅ্য়াপ গ্রুপে ছিলেন বিভিন্ন রাজ্য়ের শিশু পাচার চক্রের সঙ্গে যুক্তরা।&nbsp;</span></p>
<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।<br />শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।</span></p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours