Los Angeles Wildfires: লস অ্যাঞ্জেলস দাবানলে জীবন্ত দগ্ধ এই হলিউড স্টার, মারাত্মক অভিযোগ আনলেন শিল্পীর মা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লস অ্যাঞ্জেলস দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হল এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজের। মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর খবর দিয়েছেন মা শেলী স্কাইজ।
আরও পড়ুন-কঙ্গনার ‘ইর্মাজেন্সি’র স্পেশাল স্ক্রিনিং! হাজির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি-সহ…
অস্ট্রেলিয় বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপার-এর মাধ্যমে। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।
শেলী স্কাইজ জানিয়েছেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু জল দেওয়ার সময়ে দেখা গেল জল সরবারহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ঘরের ছাদে জল দিতে পারিনি কারণ কোনও জলই পাইপে আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও জল ছিল না। জলের জন্য স্থানীয় দমকলের দফতরে ছুটে যাই। কিন্তু ফিরে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।
It is with great sadness that I have to announce the death of my beautiful son @Rorysykes to the Malibu fires yesterday. I’m totally heart broken. British born Australian living in America, a wonderful son, a gift born on mine & his grandmas birthday 29 July 92, Rory Callum… pic.twitter.com/X77xyk83gx
— Shelley Sykes (@shelleysykes) January 9, 2025
উল্লেখ্য, লস অ্যাঞ্জলসের ৩০ হাজার একর এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। সেই আগুনে এখনওপর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনওপর্য়ন্ত এতবড় আগুন লস অ্যাঞ্জেলেসে হয়নি। সরকারের হিসেব অনুযায়ী আগুনে ক্ষতির পরিমাণ ১৩৫ বিলিয়ন ডলার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)