# Tags
#Blog

সরস্বতী পুজো নিয়ে রাজ্যজুড়ে তরজা, পুলিশের ভূমিকায় প্রশ্ন

সরস্বতী পুজো নিয়ে রাজ্যজুড়ে তরজা, পুলিশের ভূমিকায় প্রশ্ন
Listen to this article


Saraswati Puja: নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও চলছে পুলিশ পাহারায় সরস্বতী পুজো । পুজোর ব্রতী কে থাকবে, তা নিয়ে সংঘাতের জেরে এই পদক্ষেপ । ABVP ও TMCP-র মধ্য়ে ব্রতী কে হবে, তা নিয়ে সংঘাত । গতকাল থেকে চলা এই সংঘাত, আজ সকালে চরম রূপ নেয় । সংঘাতের জেরে আজ সকালে পুজো শুরুই করা যাচ্ছিল না । তারপর কলেজ কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে । পুলিশ এসে দু’পক্ষকে আলোচনায় বসায়।.

মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক জয়া, ‘১০০০ জন মানুষ চলে গেছেন, জলে ভাসানো হয়েছে দেহ, মৃত্যুর সঠিক তথ্য দেওয়া হোক’ !

 

মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ‘১০০০ জন মানুষ চলে গেছেন, মৃত্য়ুর সঠিক তথ্য দেওয়া হোক। দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। মহাকুম্ভে কী হয়েছে সংসদে জানানো হোক, তদন্ত হওয়া উচিত। মহাকুম্ভে ভিভিআইপি-র প্রাধান্য, গরিব মানুষের কোনও গুরুত্ব নেই। মহাকুম্ভে এতজনের প্রাণ গেল, শুধু নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, পুরোটাই আইওয়াশ। এত কোটি মানুষ মহাকুম্ভে আসবে কীভাবে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে’, মহাকুম্ভ নিয়ে বিস্ফোরক দাবি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের।

তথ্য গোপনের পর এবার আরও গুরুতর অভিযোগ। কুম্ভে মৃতদের দেহ জলে ভাসিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এদিন যোগী আদিত্যনাথকে ফের তীব্র নিশানা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, ১৭ ঘণ্টা লাগল সত্য বলতে। যে ৩০ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাও সত্য নয়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মহাকুম্ভে এত বড় বিপর্যয়ের দায় কার? কার গাফিলতি?  এত প্রচারের পরও কেন এমন অবব্যস্থা? যোগী সরকারের বিরুদ্ধে উঠেছে মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ পর্যন্ত উঠেছে!

 



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal