NOW READING:
ছত্তীসগঢ়ের কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু শ্রমিক
January 9, 2025

ছত্তীসগঢ়ের কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু শ্রমিক

ছত্তীসগঢ়ের কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু শ্রমিক
Listen to this article


মুঙ্গেলি (ছত্তীসগড়) : ভয়ঙ্কর ! ছত্তীসগঢ়ের মুঙ্গেলি জেলায় কারখানায় বড়সড় দুর্ঘটনা। বিশাল লোহার কাঠামো ভেঙে পড়ে প্রাথমিকভাবে অনেকের মৃত্যুর খবর সামনে আসে। যদিও সাম্প্রতিক খবর অনুযায়ী, এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তবে, অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে । রামবোড় এলাকায় কারখানায় এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, সাইলো, একটি লোহার কাঠামো যা বাল্ক উপকরণ সংরক্ষণের জন্য ডিজাইন করা হয়েছিল, কাজের সময় হঠাৎ তাতে বিপত্তি ঘটে এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। বিশাল কাঠামো ভেঙে পড়ায়, ঘটনাস্থলে বিশৃঙ্খলা ছড়ায়। অনেক কর্মী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশ ও জরুরি পরিষেবার দলকে সতর্ক করা হয়। যাঁরা আটকা পড়েন তাঁদের উদ্ধারে উদ্ধারকাজ শুরু হয়। ভারী যন্ত্রপাতি এবং সকলে হাত লাগিয়ে ধ্বংসসূপ পরিষ্কারের চেষ্টা হচ্ছে। এখনও পর্যন্ত দুই জখম শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য বিলাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধ্বংসসূপের নীচে চাপা পড়ে থাকা সকলকে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

 

আরও দেখুন





Source link