# Tags
#Blog

হঠাৎই বন্ধ মাইক! আরিসিবির নাম করে মজাদার খোঁচা সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের

হঠাৎই বন্ধ মাইক! আরিসিবির নাম করে মজাদার খোঁচা সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের
Listen to this article


নয়াদিল্লি: আইপিএল শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে আইপিএল দল, তাঁদের সমর্থক, খেলোয়াড়দের মধ্যে একে অপরকে মজাদার খোঁচা দেওয়ার জন্য কোনও সময়ের প্রয়োজন হয় না। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) এক ইভেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) নিয়ে একটি মন্তব্য করতে শোনা যায়, যা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। 

সম্প্রতি এক ইভেন্টে ঠিক যখন উপস্থিত দর্শকদের উদ্দেশে রুতুরাজ কথা বলতে যান, তখনই তাঁর মাইক বন্ধ হয়ে যায়। ভুল করে সেখানে দায়িত্বে থেকে সাউন্ড ম্যানই মাইক বন্ধ করে ফেলেন। ইভেন্টের আয়োজক এই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রশ্ন করেন, ‘আপনারা রুতুরাজের মাইক কী করে বন্ধ করে দিতে পারেন?’ হয়তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন রুতুরাজ। তাঁর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কেউ কিছু বলার আগেই রুতু বলে ওঠেন, ‘হয়তো আরসিবি থেকে কেউ হবেন।’ রুতুরাজের এই ভিডিওটিই বেশ ভাইরাল হয়েছে। 

 

আরসিবি ও সিএসকে, দুইটিই দক্ষিণ ভারতের দল হওয়ায়, দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটা রেষারেষি দেখা যায়। গত মরশুমে আরসিবির কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল সিএসকে। এবার হলুদ ব্রিগেডে অধিনায়কের থেকে আরসিবির বিষয়ে এহেন মন্তব্য় এল, যা স্বাভাবিক কারণেই ভাইরাল হয়েছে।

কোহলির কান্না!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ ধবন জানান কীভাবে ২০১৯ সালে এক পরাজয়ের পরেই কান্নায় ভেঙে পড়েছিলেন কোহলি। কোহলি-ঘরণী তথা বরুণ ধবনের ও সহ-অভিনেতা বন্ধু অনুষ্কা শর্মা (Anushka Sharma) নাকি বরুণকে জানিয়েছিলেন এক ম্যাচ পরে কোহলির এই কাণ্ড কারখানা। ‘বিরাটকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। খারাপ ফর্মের সময় ওর মনোভাব সম্পর্কে অনুষ্কা একবার আমায় একটি ঘটনা বলেছিল। আমার যতদূর মনে পড়ছে নটিংহ্যামে (আসলে সম্ভবত বার্মিংহাম) টেস্ট ম্যাচটি ছিল। ওই ম্যাচে অনুষ্কা মাঠে যায়নি, ভারতীয় দলও পরাজিত হয়েছিল। অনুষ্কা বাড়ি ফিরে বিরাটকে খুঁজে পাচ্ছিল না, জানতও না ও কোথায় রয়েছে। শেষমেশ খুঁজতে কোহলিকে খাটের মধ্যে শুয়ে কার্যত কাঁদতে ও।’ বলেন বরুণ।  

আরও পড়ুন: ‘১০ জনকে নিয়ে মাঠে নামতাম’, পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal