মুম্বই: ভারতীয় দলের হয়ে অধিনায়ক হিসাবে জোড়া বিশ্বকাপ জিতেছেন। সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মতান্তরে সর্বকালের সেরা ফিনিশার। সেই মহেন্দ্র সিংহ ধোনিকেই (MS Dhoni) নাকি আনক্যাপড খেলোয়াড় হিসাবে রিটেন করতে আগ্রহী চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)! আন্তর্জাতিক মঞ্চে তিন ফর্ম্য়াট মিলিয়ে ৫৩৮ ম্যাচ ক্রিকেটারকে কীভাবে আনক্যাপড খেলোয়াড় হিসাবে রিটেন করা যায়?
সম্প্রতি মুম্বইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকেরা বৈঠকে বসেছিলেন। মেগা নিলাম থেকে খেলোয়াড় রিটেনশন, টুর্নামেন্টের ভবিষ্যৎ সংক্রান্ত না না বিষয় আলোচনা করাই ছিল লক্ষ্য। সেখানেই সিএসকের তরফে এক নিয়মের প্রস্তাব আনা হয়। সেই নিয়ম অনুযায়ী পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের আনক্যাপড তালিকায় রাখা হবে। ২০২১ সালের আইপিএল পর্যন্ত এই নিয়ম চালুও ছিল। কিন্তু তারপর ফ্র্যাঞ্চাইজিদের সম্মিলিত ইচ্ছায় নিয়মটি তুলে দেওয়া হয়। সিএসকের তরফে এই নিয়মই ফিরিয়ে আনার প্রস্তাব আনা হয়।
কারণ বেশ সহজ। আনক্যাপড খেলোয়াড়দের তুলনামূলক কম দামে দলে নিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। ধোনিকে গত মরশুমে ১২ কোটি টাকায় রিটেন করেছিল হলুদ ব্রিগেড। কিন্তু এই নিয়ম পুনরায় চালু হলে আনক্যাপড হিসাবে মাহিকে তাঁরা অনেক কম দামেই রিটেন করতে পারবে এবং সেই ধারণা থেকেই এই নিয়ম ফেরানোর জন্য সিএসকের তরফে দাবি জানানো হয়েছে বলে মনে করছেন অনেকে।
ধোনি ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কিন্তু তিনি ২০১৯ সালে ৯ জুলাই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। অর্থাৎ ২০২৫ আইপিএল আসতে আসতে তাঁর অবসরের পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে। তিনি উক্ত নিয়মটি চালু হলে আনক্যাপডের গ্রুপে গণ্য হবেন।
তবে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি এই নিয়মের বিরোধিতা করেন। সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্নধার কাব্য মারান জানান এই নিয়মে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদের অসম্মান করা হবে। তাঁর মতে নিলামের দ্বারা খেলোয়াড়ের মূল্য নির্ধারিত করা বরং সঠিক উপায়। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলিও এই প্রস্তাবের সমর্থন করে। তবে হ্যাঁ, পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ভারতীয় ক্রিকেটাররা চাইলে নিজেদের বেস প্রাইস কমতে পারেন, এই নিয়ম সব ফ্র্যাঞ্চাইজিই সম্মতি দেয় বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: BCCI-র সঙ্গে IPL দলের মালিকদের বৈঠকে কথা হল রিটেনশন নিয়ে, আলোচনায় ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়মও
আরও দেখুন