NOW READING:
বরুণের বিক্রম, বিধ্বংসী মেজাজে ব্যাট করা হেডকে ফিরিয়ে বিরাট সাফল্য এনে গিলেন চক্রবর্তী
March 4, 2025

বরুণের বিক্রম, বিধ্বংসী মেজাজে ব্যাট করা হেডকে ফিরিয়ে বিরাট সাফল্য এনে গিলেন চক্রবর্তী

বরুণের বিক্রম, বিধ্বংসী মেজাজে ব্যাট করা হেডকে ফিরিয়ে বিরাট সাফল্য এনে গিলেন চক্রবর্তী
Listen to this article


দুবাই: ওয়ান ডে ক্রিকেটে শেষবার ২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। সেটা ছিল ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল। ১৪০ কোটি ভারতীয় হৃদয় ভেঙে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

ফের এক আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে ভারতের সামনে অস্ট্রেলিয়া। লড়াই এবার দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে মুখোমুখি দুই দল (India vs Australia)। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ২.৩০-এ শুরু হবে খেলা। ভারতের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ।

যদিও ২০২৩ সালের অস্ট্রেলিয়া দল আর চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির অজি দলে আকাশ পাতাল তফাত। বিশ্বকাপ ফাইনালের অন্যতম দুই নায়ক – প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক নেই। সেই সঙ্গে নেই জশ হ্যাজলউডও। ত্রয়ীকে ছাড়া অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল।

ভারতীয় দলেও অবশ্য নেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের জন্য গোটা টুর্নামেন্টেই খেলতে পারছেন না তিনি। তবে ভারতীয় দলে এখন এক ঝাঁক ম্যাচ উইনার। সঙ্গে এক্স ফ্যাক্টর বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। যিনি প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলানো হয় তাঁকে। পাঁচ উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিং ছারখার করে দিয়েছেন কেকেআরের বিস্ময় স্পিনার। ম্যাচের সেরাও হন তিনি। সেমিফাইনালেও তাঁর খেলার সম্ভাবনা প্রবল। সঙ্গে রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব – ভারতের স্পিন চতুর্ভুজ দুবাইয়ের মন্থর পিচে বিশ্বের যে কোনও ব্যাটিং লাইন আপের ঘুম কাড়তে পারে।

অস্ট্রেলিয়া ম্যাচের জন্য মুখিয়ে রয়েছেন রোহিতও। সেমিফাইনালের আগে তিনি বলেছেন, ‘দারুণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গত তিন ম্যাচ ধরে যা করে আসছি, সেমিফাইনালেও সেটাই করব। একই মানসিকতা নিয়ে মাঠে নামব। প্রতিপক্ষ কেমন আমরা জানি। তবে আমার মনে হয় অনেক বেশি করে ভাবা উচিত নিজেদের খেলা নিয়ে, ব্যক্তি হিসাবে দক্ষতা ও দল হিসাবে কী করতে পারি তা নিয়ে। ব্যাটিং ও বোলিং নিয়ে। তাতেই বেশি উপকৃত হব।’

বোলিং নিয়েই অবশ্য মাথাব্যথা ভারতের। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ছন্দে থাকা হর্ষিত রানাকে বসিয়ে খেলানো হয়েছিল বরুণকে। তিনি দুরন্ত পারফর্ম করে দিয়েছেন। সেমিফাইনালে কি হর্ষিতকে ফেরানো হবে? নাকি মহম্মদ শামি ও হার্দিক পাণ্ড্যকে নতুন বলের দায়িত্বে রেখে তারপর চার স্পিনারের স্ট্র্যাটেজিতে অজি-বধের কৌশল নেওয়া হবে? 

ভারতের চিন্তা হতে পারে টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিকতার অভাব। বিরাট কোহলি পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করেছেন। তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রান পাননি। রোহিত নিজের ছন্দে নেই। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, হার্দিক, অক্ষরদের ফর্ম অবশ্য ভরসা দিচ্ছে।

জমজমাট হতে পারে বিরাট বনাম অ্যাডাম জাম্পা লড়াই। কোহলিকে পাঁচবার আউট করেছেন জাম্পা। সেমিফাইনালে অজি লেগস্পিনারকে সামলাতে পারবেন বিরাট? অস্ট্রেলিয়ার দুই নতুন পেসার – স্পেন্সার জনসন ও বেন ডোয়ার্সুইস ছন্দে। তাঁদের খেলাও সহজ হবে না।

ভারতকে চিন্তায় রাখবে ট্র্যাভিস হেডের রেকর্ডও। ভারতকে দেখলেই যিনি জ্বলে ওঠেন। বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি রয়েছে। মঙ্গলবারও জ্বলে উঠলে কপাল পুড়তে পারে ভারতের।



Source link