সরকারি হেলথ স্কিমে বড় বদল, এবার সুবিধা পেতে করতে হবে এই কাজ

Estimated read time 1 min read
Listen to this article


 

Central Government : আপনিও কেন্দ্রীয় সরকারি কর্মী হলে রয়েছে বড় খবর। এবার কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প (CGHS)-এর জন্য জারি হয়েছে নতুন নির্দেশিকা। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক CPAP, BiPAP অক্সিজেন কনসেনট্রেটরের জন্য অনুমতি পাওয়ার অনলাইন প্রক্রিয়া পরিবর্তন করেছে। মূলত, কাগজের কাজ কমানো ও অনুমোদনের গতি বাড়াতেই এই নতুন নিয়ম আনা হয়েছে। 

অনলাইন মোডে হবে না কাজ
স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশ অনুসারে, সিজিএইচএস-এর আওতায় এই জাতীয় মেশিনগুলির অনুমতি পাওয়ার জন্য অনলাইন মোডটিকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রক্রিয়ার আওতায় CGHS সুবিধাভোগীদের এখন হেলথ সেন্টারে ডিজিটালি তাদের আবেদন জমা দিতে হবে। এই অ্যাপ্লিকেশনগুলিতে সব প্রয়োজনীয় নথি অন্তর্ভুক্ত করতে হবে আবেদনকারীদের।

এইভাবে আপনার আবেদন জমা দিন
অ্যানেক্সার-১ অনুযায়ী, প্রথমে সুবিধাভোগীদের তাদের সম্পূর্ণ আবেদনের প্যাকেজটি স্ক্যান করতে হবে। তাদের জোন বা শহরের সংশ্লিষ্ট অ্যাডিশনাল ডিরেক্টরের অফিসে এই বিষয়ে ইমেল করতে হবে। হেলথ সেন্টারে হাই-স্পিড স্ক্যানার না থাকলে ডকুমেন্টগুলি দু-এক দিনের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। এর সঙ্গে অনলাইন প্রক্রিয়া সহজতর করার জন্য সব হেলথ সেন্টারে হাই স্পিড স্ক্যানার কেনার জন্য অ্যাডিশনাল ডিরেক্টরের নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনের একটি ডিজিটাল রেকর্ডও রাখা হবে
এবার সব অ্যাপ্লিকেশন একটি ইলেকট্রনিক ফাইল সিস্টেমের মাধ্যমে করা হবে। সেই ক্ষেত্রে অনুমতিগুলির একটি ডিজিটাল রেকর্ড রাখতে ও অনুমোদনগুলি ট্র্যাক করতে এই কাজ করা হবে। ই-ফাইলের বিষয়বস্তুতে সুবিধাভোগীর নাম ও আইডি, ইস্যু করা সব শ্বাসযন্ত্রের ডিভাইসের বিশদ বিবরণ এখানে অন্তর্ভুক্ত থাকবে। সেই ক্ষেত্রে ই-ফাইল নম্বর, সুবিধাভোগীর আইডি ও অনুমতির বিবরণের মতো তথ্য আরও ভালো ট্র্যাকিংয়ের জন্য একটি এক্সেল শিটে সংরক্ষণ করা হবে।

আপনার আবেদন অনুমোদিত হলে, আপনাকে ইমেলে এই সম্পর্কে জানানো হবে। আপনি চাইলে এর সফট কপিও সংগ্রহ করতে পারেন। এটি ডিজিটালাইজেশনের দিকে স্বাস্থ্য খাতের আরেকটি বড় পদক্ষেপ।

RBI : সব ছেঁড়া নোট পাল্টে দেয় না ব্যাঙ্ক, এই বিষয়ে নিয়মগুলি জানেন ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours