NOW READING:
Income Tax Law: আয়কর ফাঁকি ঠেকাতে এবার ইমেইল-সোশ্যাল মিডিয়া-ব্যাঙ্কে নজরদারি! কড়া আইনের পথে কেন্দ্র
March 5, 2025

Income Tax Law: আয়কর ফাঁকি ঠেকাতে এবার ইমেইল-সোশ্যাল মিডিয়া-ব্যাঙ্কে নজরদারি! কড়া আইনের পথে কেন্দ্র

Income Tax Law: আয়কর ফাঁকি ঠেকাতে এবার ইমেইল-সোশ্যাল মিডিয়া-ব্যাঙ্কে নজরদারি! কড়া আইনের পথে কেন্দ্র
Listen to this article


রাজীব চক্রবর্তী: আজ থেকে দু-দিন ধরে লোকসভার সিলেক্ট কমিটিতে নতুন আয়কর বিল নিয়ে বৈঠক চলছে। বিরোধীরা সরব, খসড়া আইনে ব্যক্তিগত পরিসরে আয়কর বিভাগের হস্তক্ষেপ নিয়ে‌।
প্রস্তাবিত আইনের ২৪৭ ধারায় আয়কর দফতরকে কোনও ব্যক্তির ই-মেল, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ সোশ্যাল মিডিয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, শেয়ার বাজারের ডিম্যাট অ্যাকাউন্টে প্রবেশের বিশেষ ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন-ক্ষমা চাওয়ার আল্টিমেটাম বিকেল চারটে, হাসপাতালে অসুস্থ উপাচার্য, এখন কী করবেন পড়ুয়ারা?

কোনও ব্যক্তির কর ফাঁকি দিচ্ছে সন্দেহ হলেই এই প্ল্যাটফর্ম গুলোতে সরাসরি নজরদারি চালাতে পারবে আয়কর অফিসাররা। বিরোধীরা বলছে, এই আইন নাগরিকের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার পরিপন্থী। অন্যদিকে, আয়কর দফতরের মতে, বর্তমান সময়ে এই ধরণের ক্ষমতা পেলে কর ফাঁকি রোধে কড়া ব্যবস্থা নেওয়া সহজ হবে।

উল্লেখ্য, বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে বুধ ও বৃহস্পতিবারের বৈঠকে শিল্প সংস্থা সিআইআই, ফিকি, ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট’ এবং আন্তর্জাতিক হিসেব নিরীক্ষণ সংস্থা ‘আর্নস্ট অ্যান্ড ইয়ং’-এর প্রতিনিধিদের মতামত শোনা হবে। এর আগে অর্থ মন্ত্রকের সচিবের বক্তব্য শুনেছে সিলেক্ট কমিটি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link