নয়াদিল্লি : ১৫৬টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যা সাধারণত- অ্যান্টিবায়োটিক, পেনকিলার ও মাল্টিভিটামিন হিসাবে ব্যবহৃত হয়। ২১ আগস্ট একটি গেজেট নোটিস প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, স্বাস্থ্য-সংক্রান্ত ঝুঁকি থাকায় এই ওষুধগুলির উৎপাদন, বাজারজাত করা এবং বিতরণ বেআইনি বলে গণ্য করা হবে।
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তালিকায় রয়েছে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ, অ্যানালজেসিকস, মাল্টিভিটামিন এবং জ্বর ও হাইপারটেনশনের কম্বিনেশন ডোজ নিষিদ্ধের তালিকায় রয়েছে। কেন্দ্রীয় সরকার নিযুক্ত বিশেষজ্ঞদের একটি দল ও ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসরি বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক।
কিন্তু, Fixed Dose Combinations কী ?
এটি হল সেই ওষুধ যেটাতে একটির বেশি ওষুধ একটি পিলে কম্বাইন করা হয়। এগুলিকে “ককটেল” ওষুধও বলা হয়।
স্বাস্থ্য মন্ত্রকের এই নিষেধাজ্ঞার জেরে কী রকম আর্থিক প্রভাব পড়তে চলেছে তা ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এখনও না জানালেও, Cipla, Torrent, Sun Pharma, IPCA Labs, Lupin -এর মতো মূল সংস্থাগুলির কমবেশি ওষুধ রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায়।
নোটিফিকেশনে বলা হয়েছে, Drugs Technical Advisory Board-এর অ্যাপেক্স প্যানেল এই কম্বিনেশনগুলি পরীক্ষা করে দেখেছে। পরে তারা সুপারিশ করেছে, উপাদানগুলিতে রোগ সারিয়ে তোলার কিছু নেই। সেই কারণে বৃহত্তর জনস্বার্থে, Drugs and Cosmetics Act 1940-এর 26 A ধারায় এই ওষুধগুলির উৎপান, বিক্রি ও বিতরণ নিষেধ করা প্রয়োজন।
এই নিষেধাজ্ঞার জেরে সংস্থাগুলিতে কীরকম আর্থিক প্রভাব পড়বে তা এখনও বিশ্লেষণ করে দেখা না হলেও, তালিকায় এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলি সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই উৎপাদন করা বন্ধ করে দিয়েছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, ব্রণর চিকিৎসায় একসময় ব্যবহৃত হওয়া অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে অ্যাডাপালিনের মিশ্রণ।
এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, “Aceclofenac 50mg + Paracetamol 125mg tablet।” এটি এমন একটি কম্বিনেশন যেটি নামীদামি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি যন্ত্রণা উপশমকারী ওষুধ হিসাবে ব্যবহার করত। এই তালিকায় আরও রয়েছে- “Paracetamol+Pentazocine”, যা যন্ত্রণা থেকে স্বস্তি দেওয়ার জন্য ব্যবহৃত হত এবং “Levocetirizine + Phenylephrine”-এর সংমিশ্রণ। যা নাক দিয়ে জল পড়া, হাঁচি বা মরসুমি জ্বর, অ্যালার্জিক রাইনাইটিস দ্বারা সৃষ্টি অন্যান্য উপসর্গে ব্যবহার করা হত। এছাড়াও অন্যান্য সংমিশ্রণ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
আরও দেখুন