NOW READING:
CCTV-তে দেখুন, ব্যারাকপুরে এক ব্য়ক্তির কী ভাবে নিমেশেই… Barrackpore | CCTV | District News
July 8, 2024

CCTV-তে দেখুন, ব্যারাকপুরে এক ব্য়ক্তির কী ভাবে নিমেশেই… Barrackpore | CCTV | District News

CCTV-তে দেখুন, ব্যারাকপুরে এক ব্য়ক্তির কী ভাবে নিমেশেই… Barrackpore | CCTV | District News
Listen to this article



barrackpore #cctv #districtnews #aajtakbangla #aajtak যুবক মৃত্যুর ঘটনার CCTV ফুটেজ সামনে এল …

source

17 Comments
    @Anirban9466

    সম্পূর্ণ ভুল খবর। আমি এই ওডিসি ক্লাবের ফাউন্ডার মেম্বার।
    পূজোর এই মিটিংয়ে পার্থ ছিলনা। ও রিক্সা করে ফিরছিল। বাড়ির সামনে রিক্সা থেকে নামতেই ও পড়ে যায়।

    পূজোর মিটিংয়ের সাথে এই ঘটনার কোনো যোগাযোগ নেই।

    @Anirban9466

    মৌসুমী মুখার্জী তো দু'বছর হলো কাউন্সিলার হয়েছেন। তার বহুবছর আগে থেকেই তিনি এই ক্লাবের মেম্বার। খুব সৎ, সাধারণ মহিলা হিসাবেই তাঁর যথেষ্ট সুনাম আছে।

    পার্থ'র দুই খুড়তুতো দাদা যারা কথা বললেন, তারা একজন ক্লাবের ভেতরে, একজন বাইরে ছিলেন, যা তাদের কথা শুনেও বোঝা গেল। পার্থ'র সাথে কারুর কোনোরকম বচসা হতে কেউ দেখেনি ঘটনার আগে। আর পার্থর সাথে পূজোর মিটিং সংক্রান্ত ব্যপারে কোনো গোলমাল করার মতো কেউ আশেপাশে ছিলনা। কারণ ওই সময় সকলেই ক্লাবের মিটিংয়ে ব্যস্ত ছিল।

    @Anirban9466

    যে ভদ্রমহিলাকে এখানে কথা বলতে দেখা গেল, উনি Dentist Dr. Pallab Kumar এর স্ত্রী সঞ্চিতা কুমার। পূজো মণ্ডপের পাশেই বাড়ি হওয়া সত্ত্বেও একসময় ওনাকে পূজোর ধারেকাছেও দেখা যেতনা। হঠাৎ বিগত ৩/৪ বছর ধরে পূজো করার উৎসাহে উঠেপড়ে লেগে পড়েছেন নিজের একমাত্র মেয়েকে নিয়ে। ওনারা এই পূজোর দায়িত্বে আসার পর থেকেই যত গোলমাল শুরু হয়েছে।

    @Anirban9466

    পার্থ'র দুই খুড়তুতো দাদা যারা কথা বললেন, তারা একজন ক্লাবের ভেতরে, একজন বাইরে ছিলেন, যা তাদের কথা শুনেও বোঝা গেল। পার্থ'র সাথে কারুর কোনোরকম বচসা হতে কেউ দেখেনি ঘটনার আগে। আর পার্থর সাথে পূজোর মিটিং সংক্রান্ত ব্যপারে কোনো গোলমাল করার মতো কেউ আশেপাশে ছিলনা। কারণ ওই সময় সকলেই ক্লাবের মিটিংয়ে ব্যস্ত ছিল।

    @subratakumarnag9706

    খুব দুঃখ জনক ঘটনা। মানুষ পূজা করে আত্মার ও জগতের মঙ্গলের জন্য। সেখানে এইসব ঘটনা কাম্য নয়। আমরা যদি ষড়রিপু দমন করতে না পারি তাহলে পূজা করে কি হবে। তার চেয়ে ভালো মনে মনে পূজা করা।

    @shiv6291

    যারা পুজো আগের থেকে করে এসেছে, তারাই পুজো করবে.

Leave a Reply