NOW READING:
কমল দশম-দ্বাদশের পাঠ্যসূচি, কিছু বিষয়ে ‘ওপেন বুক এক্সাম’- আরও কী বদল আনল CBSE ?
November 14, 2024

কমল দশম-দ্বাদশের পাঠ্যসূচি, কিছু বিষয়ে ‘ওপেন বুক এক্সাম’- আরও কী বদল আনল CBSE ?

কমল দশম-দ্বাদশের পাঠ্যসূচি, কিছু বিষয়ে ‘ওপেন বুক এক্সাম’- আরও কী বদল আনল CBSE ?
Listen to this article


CBSE Syllabus Changed: ২০২৫ সালের দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার পাঠ্যসূচিতে বড় বদল আনল এবার সিবিএসই। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সম্প্রতি দশম ও দ্বাদশের পাঠ্যসূচিতে (CBSE Board Exam 2025) ১৫ শতাংশ বদল এনেছে। গভীর পাঠের সুযোগ দিতে এবং মুখস্থবিদ্যার অভ্যাসকে কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ইন্দোরে অনুষ্ঠিত প্রিন্সিপাল সামিট চলাকালীন বোর্ডের (CBSE Syllabus) পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঠ্যসূচি কমেছে ১৫ শতাংশ

সিবিএসইর ভোপালের আঞ্চলিক আধিকারিক বিকাশ কুমার আগরওয়াল জানিয়েছেন যে এই পাঠ্যসূচি হ্রাস করা শিক্ষা কাঠামোর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের অতিরিক্ত বিষয়ের বোঝা থেকে মুক্ত করা এবং যাতে তারা আরও কার্যকরীভাবে বিষয়ের অধ্যয়ন করতে পারে তাতে জোর দেওয়ার প্রয়াস নিয়েছে বোর্ড। এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের সীমাবদ্ধতার বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ের বিভিন্ন দিক চিন্তা করা ও বোঝার সুযোগ পাবেন।

অভ্যন্তরীণ মূল্যায়নে বাড়বে নম্বর

পাঠ্যসূচি কমানোর পাশাপাশি দশম ও দ্বাদশের অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ৪০ শতাংশ নম্বর ওয়েটেজ থাকবে বলে জানা গিয়েছে। এই নম্বর শিক্ষার্থীদের গ্রেডের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। বাকি ৬০ শতাংশ নম্বর হবে বোর্ডের লিখিত পরীক্ষা। অভ্যন্তরীণ মূল্যায়ন হবে প্রকল্প, অ্যাসাইনমেন্ট, কিংবা পর্যায়ক্রমিক পরীক্ষার মাধ্যমে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা আরও ভালভাবে প্রকাশ করতে পারবে। কোনো বিষয়ের উপর তাদের বোধগম্যতাও বাড়বে এর মাধ্যমে।

ডিজিটাল অ্যাসেসমেন্ট ও ওপেন বুক এক্সাম

পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছ্বতা আনতে এবং আরও নিখুঁত করতে সিবিএসই কিছু কিছু বিষয়ের উত্তরপত্রে ডিজিটাল অ্যাসেসমেন্টের ব্যবস্থা করছে। এতে ভুল হওয়ার সুযোগ অনেকটাই কমবে, স্বচ্ছ্ব মূল্যায়নের দক্ষতা বাড়বে। এছাড়া ইংরেজি সাহিত্য এবং সমাজবিজ্ঞানের মত বিষয়ের ক্ষেত্রে ওপেন বুক এক্সামের পদ্ধতিও চালু করতে চলেছে সিবিএসই। পরীক্ষা চলাকালীন পাঠ্যবই দেখতে পারবেন শিক্ষার্থীরা। মুখস্থবিদ্যার থেকে ধারণ বোধগম্যতার দিকে জোর দিচ্ছে বোর্ড।

এছাড়াও আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে  সিঙ্গল টার্ম পরীক্ষা পদ্ধতির বদলে টু-টার্মের পরীক্ষা পদ্ধতি আসতে চলেছে। অর্থাৎ এবার থেকে বছরে একটি চূড়ান্ত পরীক্ষা নয়, বছরে দুবার হবে পরীক্ষা। এতে শিক্ষার্থীদের মূল্যায়ন আরও জোরদার হবে বলেই ধারণা সিবিএসইর।

আরও পড়ুন; Recruitment News: অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ, কত শূন্যপদ ? কত বেতন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও দেখুন



Source link