NOW READING:
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপি বিধায়ককে তলব সিবিআইয়ের
November 12, 2024

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপি বিধায়ককে তলব সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপি বিধায়ককে তলব সিবিআইয়ের
Listen to this article


প্রকাশ সিনহা, কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam Case) এবার রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ককে তলব করল সিবিআই। পার্থসারথি চট্টোপাধ্যায়কে শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। একসময় তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন পার্থসারথি। বর্তমানে রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক।

সিবিআই সূত্রে খবর, তাঁর আমলে রানাঘাট পুরসভার নিয়োগে কোনও বেনিয়ম হয়েছে কি না, কোন সময়ে, কাদের চাকরি হয়েছে, তা জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে রানাঘাট পুরসভার আধিকারিক ও অধস্তন কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এবার তৎকালীন পুর চেয়ারম্যানকে তলব করা হয়েছে। এর আগে গত বছরের ৯ অক্টোবর পুর নিয়োগ দুর্নীতির তদন্তে  রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। 

আরও দেখুন



Source link