<p><strong> </strong><strong>সুজিত মণ্ডল,নদিয়া:</strong> ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা হাতানোর ছক কষেছিল প্রতারকরা! দুবাই ও কম্বোডিয়ায় বসে ছড়ানো হয়েছিল সাইবার প্রতারণার জাল! মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাত, রাজস্থানের মতো রাজ্যগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল জালিয়াতির শাখাপ্রশাখা! ৩১ দিন ধরে ৪ ভিনরাজ্যে অভিযান চালিয়ে, প্রতারণা চক্রের পর্দাফাঁস করল রাণাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। প্রতারণার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল ১ মহিলা-সহ ১৩ জনকে।</p>
<p>পুলিশ সূত্রে খবর,১৯ অক্টোবর, মুম্বই পুলিশের নাম করে কল্যাণীর এক বাসিন্দাকে হোয়াটস অ্যাপ কল করা হয়।ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ওই ব্যক্তিকে বলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকা পাঠাতে। পুলিশ সূত্রে খবর, জালিয়াতির এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়েছে দুবাই, কম্বোডিয়ার মতো দেশ থেকে।সিবিআই বা পুলিশের নাম করে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখাতো প্রতারকরা।মোটা টাকার বিনিময়ে রফার টোপ দিয়ে টার্গেটের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হত বড় অঙ্কের টাকা।তারপর জালিয়াতির সেই টাকা ছড়িয়ে দেওয়া হত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে।<br /> <br />রাণাঘাট পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন,’দুবাই বা কম্বোডিয়া থেকে গোটা বিষয়টি পরিকল্পনা করা হয়েছে। এখনও পর্যন্ত ৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ১০০-র বেশি অ্যাকাউন্ট ফ্রিজ করেছি।’ ধৃতদের থেকে ৪ লক্ষ টাকা উদ্ধার করা গেছে বলে দাবি করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল, ব্যাঙ্কের পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক নথি। পুলিশ সূত্রে খবর, বিদেশ থেকে কীভাবে এই রাকেট চালানো হচ্ছিল, তা জানতে তদন্ত করা হচ্ছে।</p>
<p>আরও পড়ুন, <a title="নতুন বছরে সাতসকালে লোকাল ট্রেনের পথে ‘বাধা’ এই শাখায় ! পূর্বরেলের কোন বিজ্ঞপ্তিতে বিক্ষোভ TMC-র ?" href="https://bengali.abplive.com/district/hooghly/eastern-railways-local-train-service-disrupted-in-howrah-division-today-due-to-hooghly-tmc-agitation-singur-movement-1113172" target="_self">নতুন বছরে সাতসকালে লোকাল ট্রেনের পথে ‘বাধা’ এই শাখায় ! পূর্বরেলের কোন বিজ্ঞপ্তিতে বিক্ষোভ TMC-র ?</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1712624090067000&usg=AOvVaw3d1Lgz3-QWw9qfNSIkvXul">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
Source link
CBI-পুলিশের নামে এল ফোন, ভয়াবহ অভিজ্ঞতা রাজ্যের বাসিন্দার !
Read Time:4 Minute, 24 Second