কলকাতা : একসময় ছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্নেহভাজন’। তখন তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন। এবার সেই ভারতী ঘোষের নামেই চার্জশিট দিল বিজেপি।’চাকরির জন্য তিনি নাকি ৪ জনের তালিকা দিয়ে সুপারিশ করেছিলেন।’ এমনই দাবি করেছে CBI। প্রাথমিকে চাকরির সুপারিশ করে তৃণমূল-বিজেপি দু’দলের নেতারাই চিঠি দিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। একের পর এক প্রভাবশালীর নাম রয়েছে সেই তালিকায়। ভারতী ছাড়াও তালিকায় রয়েছেন দিব্যেন্দু অধিকারী, মমতা ঠাকুররা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করেছেন ভারতী ঘোষ।
তিনি বলছেন, “যদি কোনও জায়গা থেকে নাম এসে থাকে, ভাই, আমাকে ডাকুন। আমার সঙ্গে কথা বলুন। কথা নেই, বার্তা নেই, আপনারা যা ইচ্ছা তাই করবেন ? চাকরিজীবনে বহু মানুষের বহু উপকার করেছি। কিন্তু, আমি সমস্ত কাজ আইনের গণ্ডির মধ্যে থেকে করেছি। আমি অনেক ভাবলাম। যখন সকালে খবরটা পেলাম, তখন ভেবে দেখলাম, বিষ্ণুপুর থেকে একটা মেয়ে এসেছিল। তার মেদিনীপুরে সেন্টার পড়েছিল। কিন্তু, সে বাঁকুড়া বিষ্ণুপুর সেন্টার চেয়েছিল। তার বাড়িতে কে একজন খুব অসুস্থ ছিল। তখন হয়তো আমি লিখে থাকতে পারি বা বলে থাকতে পারি। কিন্তু, মানুষের উপকার করতে গিয়ে চার্জশিটে নাম ঢুকিয়ে দেবে…। সেটা তো ভাবিনি কখনও। আমি সিবিআইকে বলব, কাম আউট ক্লিন। যা আছে বের করুন না সবার সামনে। একটু দেখি, বুঝি। একটা নাম ঢোকাচ্ছেন। একটা রেপুটেশনে দাগ লাগানোর চেষ্টা করছেন। করবেন না। ভারতী ঘোষ কাউকে ভয় পায় না। জীবনে ভয় পায়নি, এখনও ভয় পায় না। “
সবিস্তারে আসছে…
আরও দেখুন
+ There are no comments
Add yours