Maharastra Shocker: সত্ ছেলেদের বেধড়ক মারধর, গোপনাঙ্গে ছ্যাঁকা, মায়ের নামে এফআইআর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলেদের মারধরের জন্য মায়ের নামে হল পুলিসে এফআইআর। বাবা-মার সঙ্গে থাকতো দুই সত্ ছেলে। সেইসব ছেলেদের অমানুসিক মারধর করতো সত্ মা। পুলিসে অভিযোগের ভিত্তিতে মায়ের নামে জুভেনাইল জাস্টিস অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। এমনটাই জানিয়েছে ভালিব থানার তরফে।
আরও পড়ুন-নবান্ন অভিযানের আগেই ‘নিখোঁজ’ ৪ ছাত্র! পুলিস জানাল, ‘লাশ ফেলে দেওয়ার ছক’…
দুই ছেলের একজনরে বয়স ৮ অন্যজনের ৭ বছর। তারা থাকে তাদের সত্ মায়ের সঙ্গে। সংসারে বাবার ভূমিকা বেশ কম। পুলিসের কাছে অভিযোগ হয়েছে ওই মহিলা খুন্তি দিয়ে এক ছেলেকে বেধড়ক মারধর করেছেন। পাশাপাশি ছোট ছেলের গোপনাঙ্গে গরম লোহার ছ্যাঁকা দিয়েছেন। দুজনই গুরুতর আহত। পাশাপাশি তাদের বেলন দিয়েও তাদের বেধড়ক মারধর করা হয়।
পুলিস জানিয়েছেন ওই দুই নাবালককে প্রায় রোজই মারধর করতেন ওই মহিলা। পাশাপাশি তাদের গালমন্দ করতেন। এনিয়ে পুলিস তদন্ত করছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)