NOW READING:
Waqf Protest | Supreme Court: মুর্শিদাবাদে অশান্তিতে এবার মামলা সুপ্রিম কোর্টে!
April 14, 2025

Waqf Protest | Supreme Court: মুর্শিদাবাদে অশান্তিতে এবার মামলা সুপ্রিম কোর্টে!

Waqf Protest | Supreme Court: মুর্শিদাবাদে অশান্তিতে এবার মামলা সুপ্রিম কোর্টে!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুর্শিদাবাদে অশান্তিতে এবার জল গড়াল সুপ্রিম কোর্টে। বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন  শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী। আবেদনে উল্লেখ,  শুধু হাইকোর্ট নয়, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সুপ্রিম কোর্টেরও নজর দেওয়া উচিত।

ঘটনাটি ঠিক কী? ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ, অগ্নি সংযোগ! সাধারণ মানুষকে যখন ‘ধর্মের ধর্মের নামে অশান্তি’ না ছড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তখন পাল্টা সুর চড়াচ্ছে বিরোধীরাও।  বস্তুত, শুভেন্দু অধিকারীর আবেদন সাড়়া দিয়ে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

এখন অবশ্য় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। আজ, সোমবার  রাজ্য পুলিসের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম অবশ্য জানিয়েছেন, ‘নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন জঙ্গিপুরে শান্তি বহাল আছে। আমাদের পুলিসে যা যা আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলি পুরোদস্তুর চলছে।  যাতে মানুষের ভরসা ফিরে আসে, তার ব্যবস্থা করা হচ্ছে। কিছু কিছু দোকানপাঠ খুলতে শুরু করেছে। আমার খুবই আত্মবিশ্বাসী যে, খুব তাড়াতাড়ি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। কিছু লোকে যাঁরা নিজেদের গ্রাম ছেড়ে অন্য়ত্র চলে গিয়েছিলেন, তাঁরা ফিরছেন। মালদা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে একযোগে আমরা কাজ করছি’।

শামিম বলেন, ‘এখনও গুজব ছড়ানো হচ্ছে।  যতক্ষণ গুজব থাকবে, ততক্ষণ মানসিকভাবে মানুষ শান্তিতে থাকতে পারবে না। মানসিকভাবে শান্তি না এলে, স্বাভাবিক অবস্থা ফেরানো খুব শক্ত। যেকোনওভাবে হোক, এই গুজব ছড়ানো বন্ধ করতেই হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যারা অপরাধী তাদের অবশ্যই ধরা হবে। সামশেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের তদন্ত চলছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করছেন’।

আরও পড়ুন:  Kashgunj Gangrape Case | UP Crime: জনপ্রিয় পিকনিক স্পটে প্রেমিকের সঙ্গে যুবতী, ভরা দিনের আলোয় তাঁকে নগ্ন করে গণ-ভোগদখল! আর…

আরও পড়ুন:  Kanpur Shocker: অবিশ্বাস্য! ঝাঁপিয়ে পড়ে স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গ চিবিয়ে দিল স্বামী..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link