NOW READING:
New Car Rule| Delhi: সুখের দিন শেষ, ১ এপ্রিলেই চমক, এই ধরনের গাড়িকে আর তেল দেবে না পাম্প
March 2, 2025

New Car Rule| Delhi: সুখের দিন শেষ, ১ এপ্রিলেই চমক, এই ধরনের গাড়িকে আর তেল দেবে না পাম্প

New Car Rule| Delhi: সুখের দিন শেষ, ১ এপ্রিলেই চমক, এই ধরনের গাড়িকে আর তেল দেবে না পাম্প
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আগামী ৩১ মার্চেই সুখের দিন শেষ! ১৫ বছরের পুরনো গাড়িতে আর তেল ভরানো যাবে না রাজধানীতে। দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল দিল্লির নয়া সরকার। এনিয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। শনিবার ওই ঘোষণা করে দিয়েছে দিল্লি সরকার।

আরও পড়ুন-‘যাদবপুরে আমি আবার যাব, দেখি ওরা কী করতে পারে’, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর!

গত সপ্তাহেই দিল্লির পরিবহণ মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মনজিন্দার সিং সিরসা। ক্ষমতায় এসেই হাত দিয়েছেন দিল্লির দূষণে লাগাম টানতে। সংবাদমাধ্য়মে তিনি বলেন, দিল্লির মানুষকে দূষণের হাত থেকে রক্ষা করতে  এই ব্যবস্থা নিতে হচ্ছে। কারণ শীতকাল দিল্লিতে শ্বাস নেওয়াই মুসকিল হয়ে পড়ে।

উল্লেখ্য়, শীতের সময়ে দিল্লির বাতাস ধোঁয়াশায় একটাই কাহিল হয়ে পড়ে যে দিনের বেলা গাড়ি চালানোই মুসকিল হয়ে যায়। পরিস্থিতি খানিকটা বদল করতে দিল্লিতে অড-ইভেন নীতি চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এটি হল সপ্তাহে বিশেষ কিছু দিনে জোড় সংখ্যার নম্বর প্লেটের গাড়ি চলবে। অন্য দিনগুলিতে চলবে বিজোড় সংখ্যার নম্বর প্লটের গাড়ি। এবার আরও কড়া দিল্লির বিজেপি সরকার।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পনের বছরের পুরনো গাড়ি নিষিদ্ধকরণ নিয়ে সংবাদমাধ্যমে মনজিন্দার সিং সিরসা বলেন, পেটোল পাম্পে আমরা একটা গ্যাজেট ইনস্টল করছি। ওই গ্যাজেট চিনিয়ে দেব ১৫ বছরের পুরনো গাড়ি। ওই ধরনের গাড়িকে কোনও পেট্রাল দেওয়া হবে না। ওই নিয়ম যাতে কড়াভাবে পালন করা হয় তার জন্য টাস্কফোর্স তৈরি করছে সরকার। আগামী ১ এপ্রিল থেকে ওই টাক্সফোর্স ময়দানে নেমে পড়বে। যেসব ভারী যানবাহন  দিল্লিতে প্রবেশ করবে তারা পরিবেশসংক্রান্ত বিধি মেনে চলছে কিনা তা দেখা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link