NOW READING:
Accident: খেলায় মগ্ন ২ বছরের খুদেকে গাড়ি নিয়ে পিষে দিল ১৫-র নাবালক! খুশির ঈদেই মর্মান্তিক…
March 31, 2025

Accident: খেলায় মগ্ন ২ বছরের খুদেকে গাড়ি নিয়ে পিষে দিল ১৫-র নাবালক! খুশির ঈদেই মর্মান্তিক…

Accident: খেলায় মগ্ন ২ বছরের খুদেকে গাড়ি নিয়ে পিষে দিল ১৫-র নাবালক! খুশির ঈদেই মর্মান্তিক…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুশির ঈদে মর্মান্তিক দুর্ঘটনা। নাবালকের গাড়ির তলায় পিষে মৃত্য়ু ২ বছরের শিশুর! গাড়ি চালাচ্ছিল ১৫ বছরের এক কিশোর! সেইসময় খেলতে খেলতে রাস্তায় চলে এসেছিল ওই একরত্তি শিশু। নাবালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে পিষে দেয় খেলায় মগ্ন ওই শিশুকে। 

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লিতে। খুশির ঈদের সময় মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার। কিন্তু প্রশ্ন উঠেছে, একজন নাবালক কী করে গাড়ি চালানোর অনুমতি পেল, তা নিয়ে। খেলতে খেলতে ২ বছরের ওই শিশু রাস্তায় চলে এসেছিল, আর তখনই প্রতিবেশী বাড়ির ১৫ বছরের ছেলে গাড়ি চালাচ্ছিল। আর সেই সময়ই ঘটে দুর্ঘটনা। 

সিসিটিভি ক্যামেরার ভয়ংকর ফুটেজে দেখা যায়, গাড়িটি ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই একরত্তি শিশুর থেকে এক মিটার দূরে গাড়িটি একবার থামায় ওই কিশোর। তারপর আবার গাড়িটি চলতে শুরু করে। ওই কিশোর বুঝতেও পারে না যে, রাস্তায় শিশুটি খেলছে। আর তারপরই গাড়ির সামনের দিকের বাঁদিকে চাকার নীচে পিষ্ট হয়ে যায় ওই শিশু। 

সঙ্গে সঙ্গেই ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অভিযোগ দায়ের করেছে ওই শিশুর পরিবার। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন,  Delhi: ২ পুরুষের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ স্বামী! দেখে ফেলাতেই খুন স্ত্রী! পচাগলা দেহ মেলে খাটের বাক্সে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link