<p>ABP Ananda Live: ভোটে জেতালেই লাখ টাকা! ঘোষণা বিধায়কের! ‘ভোটে ভাল ফল করলেই প্রথম পুরস্কার ১ লক্ষ’। ‘ভোটে ভাল ফল করলে দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার’। ‘ভোটে ভাল ফল করলে তৃতীয় পুরস্কার ৫০ হাজার’। ভোটের পুরস্কারমূল্য ঘোষণা ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের। ভোটে জেতানোর পুরস্কার এক লক্ষ! প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। দলীয় কর্মিসভায় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে নগদ অর্থ পুরস্কার ঘোষণা। ‘ভোটে ভাল ফল করলে প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা’। ‘দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার’। তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, ঘোষণা পরেশরাম দাসের।</p>
<p> </p>
<p><strong>সিমকার্ড জালিয়াতির তদন্তে দফায় দফায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার</strong></p>
<p> </p>
<p>সিমকার্ড জালিয়াতির তদন্তে দফায় দফায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। বাজেয়াপ্ত করা হয়েছে ১ হাজার ৯৫১টি সিম কার্ড, ৯টি বায়োমেট্রিক অথেন্টিকেশন মেশিন, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নগদ প্রায় ২ লক্ষ ৩৮ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন। সাধারণ গ্রাহকদের তথ্য ব্যবহার করে সাইবার প্রতারকদের চড়া দামে সিমকার্ড বিক্রি করছে একটি চক্র। </p>
Source link
ভোটে জিতলেই লাখটাকা দেওয়ার ঘোষণা, কটাক্ষ শমীকের

+ There are no comments
Add yours