<p>ABP Ananda Live: জীবনতলা কার্তুজকাণ্ডে গ্রেফতার অস্ত্রের দোকানের আরও এক কর্মী। ধৃতের সংখ্যা বেড়ে ৬। দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র বিক্রির অভিযোগ। অস্ত্র যাচ্ছিল দুষ্কৃতীদের কাছে, খবর STF সূত্রে। স্ক্যানারে বিবাদী বাগের পুরনো বৈধ অস্ত্রের দোকান। দোকান মালিক-সহ কয়েকজন কর্মীকে আজ তলব। মজুত কার্তুজের সঙ্গে তথ্যের মিল নেই স্টকবুকে। মেলানো হয়েছিল ক্লোজার স্টেটমেন্ট? কার্তুজকাণ্ডে তৃণমূল-যোগ। ধৃত আবদুল সেলিম গাজি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, আশিক ইকবালের স্ত্রী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ধৃত ফারুক তৃণমূলকর্মী।</p>
<p><strong>মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?</strong></p>
<p>প্রশাসনিক বিধিনিষেধ নিজেই ভাঙলেন শাসকদলের বিধায়ক। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা করলেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। গতকাল দক্ষিণ বারাসাত স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় পার্টি অফিস উদ্বোধনে যান বিধায়ক। সেখানেই তারস্বরে মাইক বাজানো নিয়ে শুরু হয়েছে তরজা। বিধায়কের ভূমিকায় সরব হয়েছেন তাঁরই দলের জেলা পরিষদ সদস্য। বিজেপির কটাক্ষ, ক্ষমতায় আছে বলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শব্দবিধিও মানছে না তৃণমূল। বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি।</p>
Source link
জীবনতলা কার্তুজকাণ্ডে গ্রেফতার অস্ত্রের দোকানের আরও এক কর্মী। ধৃতের সংখ্যা বেড়ে ৬
