NOW READING:
ক্যানিংয়ে উদ্ধার অস্ত্র, বিবাদী বাগের দোকানে হানা STF-এর
February 15, 2025

ক্যানিংয়ে উদ্ধার অস্ত্র, বিবাদী বাগের দোকানে হানা STF-এর

ক্যানিংয়ে উদ্ধার অস্ত্র, বিবাদী বাগের দোকানে হানা STF-এর
Listen to this article



<p>ABP Ananda Live: বারুদের স্তূপে দক্ষিণ ২৪ পরগনা! জীবনতলায় গুলির ভাণ্ডার ! বজবজে অস্ত্র-বোমার তাণ্ডবের পরে জীবনতলায় গুলির পাহাড় ! জীবনতলায় 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ-সহ ৪ জন গ্রেফতার। অস্ত্র কারবারীদের হাতে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি ১৯০ রাউন্ড কার্তুজ ! ধৃত ৪ জনের মধ্যে ১ জন বিবাদী বাগের অস্ত্র দোকানের কর্মী ! অস্ত্রের দোকান থেকে গুলি কীভাবে বেআইনি অস্ত্রের কারবারীদের হাতে ? বেঙ্গল STF-এর অভিযান, ১২ রাউন্ড গুলি-সহ ডাবল ব্যারেল বন্দুকের হদিশ ! অস্ত্রের দোকান থেকে কার্তুজ কিনে পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের হাতে: সূত্র। একের পর এক শ্যুটআউটের তদন্তে নেমে অস্ত্র কারবারের পর্দাফাঁস ! কীভাবে দুষ্কৃতীদের হাতে অস্ত্র-গুলি ! পৌঁছে যাচ্ছিল কাদের হাতে ? বড় কোন অপরাধের ছকে দক্ষিণ ২৪ পরগনায় এত অস্ত্র-গুলি মজুত ? কর্মী গ্রেফতার, বিবাদী বাগে অস্ত্রের দোকানে রাজ্য পুলিশের STF।</p>



Source link