NOW READING:
Goa Businessman: চললাম, দূষিত এই বাতাসের জন্য ৪০ শতাংশ ট্যাক্স দেব না, ব্যবসায়ীর মন্তব্যে তোলপাড়
December 3, 2024

Goa Businessman: চললাম, দূষিত এই বাতাসের জন্য ৪০ শতাংশ ট্যাক্স দেব না, ব্যবসায়ীর মন্তব্যে তোলপাড়

Goa Businessman: চললাম, দূষিত এই বাতাসের জন্য ৪০ শতাংশ ট্যাক্স দেব না, ব্যবসায়ীর মন্তব্যে তোলপাড়
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তুমুল বিতর্ক তুলে দিলেন গোয়ার এক ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছে যে তিনি দেশ ছেড়ে চলে যেতে চান। কারণ এদেশের ট্যাক্সের জুলুম, দূষণ ও রাজনীতিবিদদের অত্যাচার। সিদ্ধার্থ সিং গৌতম নামে ওই ব্যবসায়ী চলে যেতে চান সিঙ্গাপুর। যাদের পয়সা রয়েছে তাদের দেশ ছেড়ে চলে যেতে পরামর্শও দিয়েছেন গৌতম। এনিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন-বৈঠকে সমাধান না মেলায় ধর্মঘটে ব্যবসায়ীরা, আগামিকাল থেকে আর পাতে পড়বে না আলু!

সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ সিং গৌতম নিজের পরিচয় দিয়েছেন এফ অ্যান্ড ও ট্রেডার, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। তিনি লিখেছেন, দেশ ছেড়ে চলে যাব। ২০২৫ সাল নাগাদ সিঙ্গাপুরে সেটল করব। এনিয়ে নথিপত্র তৈরির কাজ চলছে। এখানকার রাজনীতিবিদদের সঙ্গে পেরে উঠছি না। ৪০ শতাংশ ট্যাক্স দিতে পারব না। আর এই দূষিত বাতাসে শ্বাস নিতে পারব না। কেউ এর দায়িত্ব নিতে নারাজ। আমার পরামর্শ, যাদের টাকা রয়েছে তাদের তারা দেশ ছেড়ে অন্য কোথাও চলে যান।

সোশ্য়াল মিডিয়ায় সিদ্ধার্থ সিং গৌতম ওই পোস্ট করার পরই তা দেখে ফেলেছেন ২৯ লাখ মানুষ, ২৯ হাজার লাইক পড়েছে, কমেন্ট করেছেন ৩ হাজার মানুষ। অনেকেই অবশ্য গৌতমকে আক্রমণ করেছেন। কেউ পরামর্শ দিয়েছেন, দেশ ছেড়ে না গিয়ে এই দেশটিকে ভালো করার চেষ্টা করুন।

অনেকে আবার গৌতমকে পরামর্শ দিয়েছে ভারতের যেসব শহরের বাতাসে দূষণ কম সেখানে সেটল করুন। তিনি লিখেছেন, সাফ বাতাস পেতে গেলে আপনাকে হয় আইসল্যান্ডে যেতে হবে নয়তো দেশের কোনও পাহাড়ি জায়গায় যেতে হবে। ইন্টারনেটের এই যুগে যে কোনও জায়গা থেকে কাজ করা যায়। অবশ্য এর উল্টো মন্তব্যও করেছেন অনেকে। কেউ কেউ বলেছেন, চলে যান, আর দেশে ফিরতে হবে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link