# Tags
#Blog

রঞ্জিতে খেলছেন, শেষ মুহূর্তে কি অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলেও ঢুকে পড়বেন শামি?

রঞ্জিতে খেলছেন, শেষ মুহূর্তে কি অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলেও ঢুকে পড়বেন শামি?
Listen to this article


কলকাতা: প্রায় ১ বছরের মাথায় ফের ২২ গজে প্রত্যাবর্তন করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর থেকে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। অবশেষে চলতি রঞ্জিতে (Ranji Trophy 2024) বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্য়াচের মধ্যে দিয়ে ফের ২২ গজে প্রত্যাবর্তন করেছেন তারকা ডানহাতি পেসার। তবে কিছুদিন আগেই বর্ডার গাওস্কর ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা হয়ে যাওয়ায় বাংলার পেসারের জায়গা হয়নি। 

বেঙ্গালুরুর ন্য়াশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ফিজিও নীতিন পটেলের কড়া তত্ত্বধানে রিহ্যাব সেরেছিলেন শামি। ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলতে নেমেছে বাংলা। আর সেখানেই শামির সঙ্গেই গিয়েছেন নীতিন। আগামী চারদিনই তাঁর অধীনেই ফিটনেস সংক্রান্ত যাবতীয় কর্যকলাপ সারবেন তারকা পেসার। রোহিত শর্মা আগেই বলেছিলেন যে আধাফিট শামিকে নিয়ে তাঁরা অস্ট্রেলিয়া উড়ে যেতে চাইছেন না। তবে শামি আশাবাদী রঞ্জিতে একটি ম্য়াচে ভাল পারফর্ম করলে তিনি অস্ট্রেলিয়াতেও খেলতে পারবেন। শামির অনুপস্থিতিতে বুমরার সঙ্গে দেখা যাবে সিরাজ, আকাশ দীপ, হর্ষিত রানাদের। এর আগে বাংলা দল বেঙ্গালুরু থেকে মধ্যপ্রদেশের ইনদওরে উড়ে যাওয়ার আগেই কিন্তু দলের সঙ্গে টিম হোটেলে দেখা করেছিলেন মহম্মদ শামি। অনুষ্টুপ মজুমদারদের সঙ্গে শামির ছবি সোশ্য়াল মিডিয়ায় ছাড়াও হয়েছিল। তবে সেই সময়ও তিনি কতটা ফিট বা সেই নিয়ে সংশয় ছিল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ঘোষিত দলে তাঁর নামও ছিল না। তাই মনে করা হচ্ছিল তিনি হয়তো মধ্যপ্রদেশেরে বিরুদ্ধে মাঠে নামবেন না। তবে অবশেষে ৩৫৯ দিন পর শামিকে আবারও মাঠে খেলতে দেখা যাবে। 

মধ্যপ্রদেশ ম্য়াচের আগে বাংলা কোচ লক্ষ্মীরতন শুক্ল জানিয়ছিলেন, ”আমাদের জন্য খুবই খুশির খবর যে শামিকে আমরা দলে পেয়েছি। নেটে স্বমহিমায় ওকে বল করতে দেখা গিয়েছে। নিজের চেনা ছন্দে মনে হয়েছে ওকে। গতিতেও খুব বেশি হেরফের হয়নি।”

বেঙ্গালুরুতেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অবস্থিত। সেখানে শামি বহুদিন ধরেই নিজের রিহ্যাব করছেন। মাঠের ফেরার জন্য নিজেকে প্রস্তুত। আর বাংলা দলও বেঙ্গালুরুতেই কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি খেলতে গিয়েছিল। মনে করা হচ্ছিল সেই সুযোগে তারকা ফাস্ট বোলার সকলের সঙ্গে দেখা করেন শামি। তবে শুধু দেখা নয়, পরের ম্যাচে অনুষ্টুপদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২২ গজে লড়াই করতে দেখা যাবে শামিকে। এখন দেখার রঞ্জি ম্যাচে দুরন্ত পারফর্ম করে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার অনুমতি আদায় করে নিতে পারেন কি না অভিজ্ঞ পেসার।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal