সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে জোড়া আবেদন, আজ শুনানি হাইকোর্টে
কলকাতা: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সোমবার হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি। রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি হবে আদালতে। কারও তরফে জানানো না হলেও, শুনানির সময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অভয়ার মা-বাবা। অভয়ার পরিবারকে না জানিয়ে রাজ্য সরকারের তাড়াহুড়ো করে হাইকোর্টে যাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন জুনিয়র চিকিৎসকরা।
প্রথমে রাজ্য সরকারের তরফে আবেদন, তারপর সিবিআইয়ের তরফে আর্জি। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনে, সোমবার হাইকোর্টে শুনানি রয়েছে। কিন্তু আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের পরিবারের দাবি, রাজ্য সরকার বা সিবিআই, কারও তরফ থেকে এই মামলা নিয়ে তাঁদেরকে কিছু জানানো হয়নি। যদিও, সোমবার হাইকোর্টে শুনানির সময় উপস্থিত থাকবেন তাঁরা। নিহত চিকিৎসকের বাবা বলছেন, “আমরা আগে শুনব, আমরা এখনও সার্ভ কপি পাইনি। কী পিটিশন হয়েছে জানি না। আগে তো আমাদের কপির বিষয়টা দেখতে হবে যে কী পিটিশন হয়েছে। কী বলব তাহলে? হয়তো দেখা গেল যে পিটিশন এমনই হয়েছে সঞ্জয়কে ছাড়িয়ে দেওয়ার উদ্য়োগ নেওয়া হয়েছে। আমরা সেখানে কিছু বলব না? জানি না তো … আমরা তো অন্ধকারে আছি। আমাদের অন্ধকারে রেখে মামলাগুলো করা হয়েছে। শিয়ালদা কোর্টের বিচারক যা রায় দিয়েছেন, আমাদের যে একটা নতুন প্ল্য়াটফর্ম তৈরি করে দিয়েছেন, আমার এই প্ল্য়াটফর্মে দাঁড়িয়ে আশা করছি এই বিচার ছিনিয়ে আনতে পারব।’‘
বুধবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে। তার আগে সোমবারের হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবাই। আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় কি একাই জড়িত? নাকি আরও কেউ বা কারা এই অপরাধে যুক্ত? যতবার যে আদালতেই মামলা উঠছে, ততবার এই প্রশ্নেরই উত্তর পাওয়ার আশায় তাকিয়ে রয়েছে সব মহল।জুনিয়র ডাক্তাররা রাজ্য়ের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামের সদস্য কিঞ্জল নন্দ বলেন, “হাইকোর্ট সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার বিষয়টা এনসিওর করলে ভাল হয়। সিবিআই ব্যর্থ সেটা নিয়ে কারও সন্দেহ নেই। বাড়ির লোককে ইনভলভ না করে রাজ্য সরকার কেন এত তাড়াহুড়ো করছে সেটা সন্দেহজনক।”
আরও পড়ুন: RG Kar News: তৃণমূল বিধায়ক-কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক, কী অভিযোগ নিহত চিকিৎসকের মা-বাবার?
আরও দেখুন