NOW READING:
RG করের জুনিয়র ডাক্তার আসফাকুল্লার বিরুদ্ধে FIR নিয়েই প্রশ্ন হাইকোর্টের, রাত পেরোলেই শুনানি..
January 21, 2025

RG করের জুনিয়র ডাক্তার আসফাকুল্লার বিরুদ্ধে FIR নিয়েই প্রশ্ন হাইকোর্টের, রাত পেরোলেই শুনানি..

RG করের জুনিয়র ডাক্তার আসফাকুল্লার বিরুদ্ধে FIR নিয়েই প্রশ্ন হাইকোর্টের, রাত পেরোলেই শুনানি..
Listen to this article


কলকাতা: আসফাকুল্লা নাইয়ার বাড়িতে তল্লাশি, হাজিরার নোটিস, কোর্টে প্রশ্নের মুখে পুলিশ। আর জি করের জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে FIR নিয়েই প্রশ্ন হাইকোর্টের। ‘অভিযোগকারী রোগী নন, থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন? বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করেই ফেলে রাখেন!’ জুনিয়র চিকিৎসকের বাড়িতে তল্লাশি, তলব নিয়ে বিস্মিত খোদ আদালত। 

‘গোটা প্রক্রিয়ায় আমি হতাশ, FIR করতে গেলেও ন্যূনতম কিছু তথ্য লাগে’, ছত্রে ছত্রে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । ‘আসফাকুল্লা নিজেকে ENT বিশেষজ্ঞ বলে দাবি করেছেন তার প্রমাণ কোথায়? MBBS হিসেবে আসফাকুল্লা নাইয়া তো প্র্যাকটিস করতেই পারেন। প্রেসক্রিপশন ছাড়াই কীভাবে মামলা রুজু করল পুলিশ?’ প্রশ্ন বিচারপতির । পুলিশের কাছ থেকে কেস ডায়েরি তলব করল হাইকোর্ট, কাল শুনানি।

আরও পড়ুন, ব্যারাকপুর স্টেশনের কাছে বিধ্বংসী আগুন ! দাউদাউ করে জ্বলছে শপিং মল, বন্ধ যান চলাচল..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link