NOW READING:
RG kar Incident: আরজি কাণ্ডে আন্দোলন! অভয়া মঞ্চের কর্মসূচিতে এবার অনুমতি হাইকোর্টের…
December 23, 2024

RG kar Incident: আরজি কাণ্ডে আন্দোলন! অভয়া মঞ্চের কর্মসূচিতে এবার অনুমতি হাইকোর্টের…

RG kar Incident: আরজি কাণ্ডে আন্দোলন! অভয়া মঞ্চের কর্মসূচিতে এবার অনুমতি হাইকোর্টের…
Listen to this article


অর্ণবাংশু নিয়োগী:  ‘আপনারা গণতন্ত্রের সাথে সংঘাতে যাচ্ছেন’। আগামীকাল, বুধবার বারাসতে অভয়া মঞ্চের কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট। আদালতের নির্দেশ, ‘জেলাশাসকের অফিসের সামনে সর্বাধিক দেড় হাজার লোকের জমায়েত করা যাবে’। তবে দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি।

আরও পড়ুন:  Tathagata Roy: ‘পার্ট টাইম সভাপতি নিয়ে দল চলে!’, বিস্ফোরক তথাগত…

প্রায় চার মাস পার। আরজি কর কাণ্ডে বিচার মেলেনি না এখনও। উল্টে জামিন পেয়ে গিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তত্‍কালীন ওসি অভিজিত্‍ মণ্ডল। কীভাবে? প্রমাণ লোপাটের অভিযোগে তাদের গ্রেফতার করেছিল সিবিআই। কিন্তু নিয়মমাফিক ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বছর শেষে বিচারের দাবিতে ফের পথে নেমেছেন চিকিত্‍সকরা।

আগামীকাল, মঙ্গলবার বারাসতে প্রতিবাদ কর্মসূচি করতে চেয়ে রাজ্যের কাছে অনুমতি চেয়েছিল অভয়া মঞ্চ। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়,’বারাসতে কাছারি ময়দানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কর্মসূচি আছে’। মঞ্চের আইনজীবী পাল্টা সওয়াল, ‘ওখানে আগামীকাল কিছুই নেই’। এরপরই রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ বলেন,   ‘আপনারা গণতন্ত্রের সাথে সংঘাতে যাচ্ছেন’।

এদিকে আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিত্‍ মণ্ডলের জামিনের প্রতিবাদে ধর্মতলায় ধরনা বসেছে  জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস। পুলিস অবশ্য অনুমতি দিয়ে রাজি ছিল না। শেষপর্যন্ত শর্তসাপেক্ষে ধরনায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:  Kolkata Airport: এবার জলের দরে ফল! বড় ঘোষণা কলকাতা বিমানবন্দরের, বিরাট সুখবর যাত্রীদের জন্য…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link