Jadavpur University | Calcutta High Court: ‘বিশ্ববিদ্যালয় চাইলে নিরাপত্তার জন্য পুলিস ডাকতেই পারে’: হাইকোর্ট

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ‘এখানে আদালতের কী করার আছে’? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আরজি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য. ‘এখানে বসে নেই রাজ্যকে ক্ষমতা মনে করানোর জন্য। আমি মনে করি না, মামলায় দ্রুত শুনানির প্রয়োজন আছে’। শুনানি কবে? আগামীকাল বৃহস্পতিবার।

আরও পড়ুন:  Ahiritola Incident: ‘ট্রলিতে ঢুকছে না দেহ! যেখানে যেখানে আটকে যায়, বটি দিয়ে…’, আহিরীটোলা-কাণ্ডে হাড়হিম তথ্য

ফের অচলাবস্থা যাদবপুরে। ক্য়াম্পাসে এবার বিক্ষোভের মুখে খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু! তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করল বাম ছাত্র সংগঠনের সদস্য়রা।   খুলে নেওয়া হল গাড়ির চাকা।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আজ, সোমবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। কিন্তু সেই আবেদনে সাড়া দিল আদালত। 

প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ, ‘এখানে আদালতের কী করার আছে। বিশ্ববিদ্য়ালয় চাইলে নিরাপত্তার জন্য পুলিস ডাকতেই পারে, পুলিস ব্যবস্থা নেবে’।

আরও পড়ুন:  Buxar-Tatanagar Express Fire: ভয়াবহ! চলন্ত ট্রেনে আগুন! টাটানগরের পথে হঠাৎই আতঙ্কিত যাত্রীরা দেখলেন কালো ধোঁয়া…

এর আগে, ২০১৪ সালে যাদবপুরে বিক্ষোভ সামলা দিতে পুলিস ডেকেছিলেন তত্‍কালীন উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী। প্রতিবাদে পাল্টা ‘হোক কলবর’ আন্দোলনে উত্তাল শুরু করেছিলেন পড়ুয়ারা। শুধু তাই নয়, আন্দোলনে চাপে শেষপর্যন্ত উপাচার্য পদ ছাড়তে হয়েছিল অভিজিত্‍-কে। তাঁর মতে, ‘ হাইকোর্ট যা বলছেন, একদম খাঁটি কথা। হাইকোর্ট আগেও ২০১৪ সালে অন্তর্বর্তী রায়ে বলে দিয়েছিলেন, যাদবপুরের বাইরে পুলিস পিকেট থাকবে। প্রয়োজনে যাদবপুরে পুলিস ঢুকতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের বাইরে নয়। ভারতের সমস্ত আইন সেখানে চলবে। প্রয়োজনে পুলিস ঢুকবে, কর্তৃপক্ষের ভয় পাওয়ার কোনও কারণ নেই’।

প্রাক্তন উপাচার্যের আরও বক্তব্য, ‘রাজ্য সরকারেরও উচিত যাদবপুর কর্তৃপক্ষকে সবরকম সাহায্য করা। যাদবপুরে অরাজকতা আর চলতে দেওয়া যায় না। বিশ্ববিদ্য়ালয়ের মান একদম তলানিতে গিয়ে ঠেকছে। হাইকোর্ট যা বলছে, অক্ষরে অক্ষরে তা পালন করা প্রত্যেকের দায়িত্ব। ছাত্ররা বাধ্য একথা মানতে। যদি কোনও ছাত্র বা ছাত্র সংগঠন ব রাজনৈতিক সংগঠন হাইকোর্টের কথা না মানে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন’।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours