NOW READING:
নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, নেতৃত্বে কুণাল
February 28, 2025

নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, নেতৃত্বে কুণাল

নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, নেতৃত্বে কুণাল
Listen to this article


ABP Ananda Live: এবার কুণালের নেতৃ্ত্বে চাকরিপ্রার্থীদের ‘হাইকোর্ট-চলো’! মামলার ‘ফাঁসে’ আটকে চাকরি, দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ । ২০১৬-র SLST শারীর-কর্ম শিক্ষায় চাকরিপ্রার্থীদের মিছিল । রানি রাসমণি অ্যাভিনিউয়েই মিছিল আটকে দিল পুলিশ।

রেশন কার্ডের মতো আধার-এপিক বায়োমেট্রিক লিঙ্কের দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ শুভেন্দুর

ছাব্বিশের ভোটের আগে ভূতুড়ে ভোটার নিয়ে সংঘাত। ভূতুড়ে ভোটার নিয়ে মমতার আক্রমণ, পাল্টা কমিশনে শুভেন্দু। ‘ভূতুড়ে ভোটারদের নাম তোলা নিয়ে AROদের মুখ্যমন্ত্রীর হুমকি। ঘুষ নেওয়ার অভিযোগে ARO, DM-দের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী’। CEO অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতার নালিশ। CEC নিয়েও সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনামের চেষ্টার অভিযোগ। রেশন কার্ডের মতো আধার-এপিক বায়োমেট্রিক লিঙ্কের দাবি শুভেন্দুর। ভূতুড়ে ভোটার নিয়ে মমতার আক্রমণ, পাল্টা কমিশনে শুভেন্দু



Source link