NOW READING:
জাফরাবাদে নিহতদের পরিবারের মামলা ছাড়লেন বিচারপতি, বললেন, “আইনজীবীরা নেতাদের মতো আচরণ করছেন”
May 6, 2025

জাফরাবাদে নিহতদের পরিবারের মামলা ছাড়লেন বিচারপতি, বললেন, “আইনজীবীরা নেতাদের মতো আচরণ করছেন”

জাফরাবাদে নিহতদের পরিবারের মামলা ছাড়লেন বিচারপতি, বললেন, “আইনজীবীরা নেতাদের মতো আচরণ করছেন”
Listen to this article


কলকাতা:  মুর্শিদাবাদ-দাঙ্গায় জোড়া খুনে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে নিহতের পরিবার। কিন্তু সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের দায়ের করা মামলা ছাড়লেন তিনি। জানালেন, মুর্শিদাবাদ সংক্রান্ত সব মামলার শুনানি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে চলছে। এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চেই হওয়া উচিত। নিহতদের পরিবারের আবেদন তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি, এদিন আইনজীবীদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। (Calcutta High Court)

এদিন নিহতদের পরিবারের আবেদন নিয়ে টানাপোড়েন শুরু হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেই নিয়ে আইনজীবীদের সতর্ক করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁকে বলতে শোনা যায়, “আপনারা যে রাজনৈতিক দলের হয়ে মামলা করছেন, তেমন রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন। রাজনৈতিক নেতাদের মামলার কারণে রাজনৈতিক সমর্থনে বলীয়ান হয়ে উঠছেন। ওঁদের ক্ষমতার উৎস আদালতের বাইরে। আদালতের সামনেও সেই ক্ষমতা দেখাচ্ছেন। কোনও একটি দলের কথা নয়, সব দলের কথা বলছি। আইনজীবীরা রাজনৈতিক মক্কেলদের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলছেন। ” (Murshidabad Case)

এ ব্যাপারে বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং বলাইচন্দ্র রায়ের উল্লেখও টানেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, “রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অন্য আইনজীবীদের দেখেছি। আমি তো বিকাশরঞ্জন ভট্টাচার্য বা বলাইচন্দ্র রায়কে দেখেছে। আদালতে তাঁদের রাজনৈতিক আচরণ করতে দেখিনি। খুবই দুর্ভাগ্যজনক। কোনও রাজনৈতিক নেতার সঙ্গে সম্পর্ক আছে বলেই… এভাবে আদালত চলতে পারে না। প্রত্যেক মামলার একটা রায় বেরোবে। আপিল কোর্টে যেতে পারেন।”

ওয়াকফ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদ যখন উত্তপ্ত, সেই সময় জাফরাবাদে খুন হন হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস। সেই ঘটনায় CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহতদের পরিবার। পাশাপাশি, নিরাপত্তার আর্জি জানান। এদিন সেই নিয়ে শুনানি সময় মামলাকারীদের আইনজীবী এবং সরকারি আইনজীবীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই নিয়েই আইনজীবীদের ভর্ৎসনা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

ঘটনাচক্রে এই মুহূর্তে মুর্শিদাবাদ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু তিনি যাতে দেখা করতে না পারেন, তার জন্য আগেই বিজেপি নিহতদের পরিবারকে ‘অপহরণ’ করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, “দেখা করার কথা ছিল। কিন্তু বিজেপি সরিয়ে নিয়ে গিয়েছে। এটা কি অপহরণ নয়?”

এখনও মুর্শিদাবাদেই আছেন মমতা। আজ বহরমপুর থেকে হেলিকপ্টারে সামশেরগঞ্জে গেলেন মুখ্যমন্ত্রী। BDO অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গিয়েছেন। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত নিহত ঝন্টু আলি শেখের পরিবারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।

আরও দেখুন



Source link