জি ২৪ ঘণ্টা ডিজিটাল: বাঙালি চিফ জাস্টিজ! কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম কেন্দ্রের কাছে পাঠাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সঙ্গে সুপারিশ, ‘বিচারপতি বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি করা হোক’। সেক্ষেত্রে বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসরের পর তিনিই হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কবে? ২০৩১ সালে। এদিকে ওড়িশা হাইকোর্টেক প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হরিশ ট্যান্ডন নামে সুপারিশ করল কলেজিয়াম।
আরও পড়ুন: Bus Route: শহরে কেন বন্ধ বাস রুট? জি ২৪ ঘণ্টার খবরে পদক্ষেপ পরিবহণ দফতরের..
যে বছর রাজ্যের পালাবদল ঘটে, সেই ২০১১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হন জয়মাল্য বাগচী। মাঝে ২০২১ সালে অন্ধ্রপ্রদেশে হাইকোর্টে বিচারপতি হয়েছিলেন। কিন্তু সেবছরই নভেম্বর ফের কলকাতা হাইকোর্টে ফেরেন। সেই থেকে এখনও কলকাতা হাইকোর্টেই বিচারপতির দায়িত্ব পালন করছেন জয়মাল্য বাগচী। বিচারপতি পদে ১৩ বছরেরও বেশি সময় অতিক্রান্ত। হাইকোর্ট থেকে এবার বিচারপতি জয়মাল্য় বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম। শেষপর্যন্ত সেই সুপারিশ কার্যকর হয়, তাহলে প্রধান বিচারপতি পদে না বসেই শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন তিনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বা কামদুনি মামলার মতো মামলায় হাই কোর্টের বিচারপতি পদে ছিলেন জয়মাল্য বাগচিই। কলেজিয়ামে বিবৃতিতে উল্লেখ, কলেজিয়ামের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘দীর্ঘদিন হাই কোর্টের বিচারপতি থাকাকালীন জয়মাল্য বাগচি আইনের বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতার অধিকারী হয়েছেন’।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন: Jadavpur University Incident | Debangshu Bhattacharya: ‘SFI বলছে চালিয়ে খেলা হবে, আবার শূন্য রানে আউট হয়ে যাবে না তো’?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours