জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। ‘কালীঘাটের কাকু’ গ্রেফতার তাঁকে আবার গ্রেফতার করতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই। যদিও এখনও সেটি করা যায়নি। ED র মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ।
আরও পড়ুন: Local Train Cancel: ফের বাতিল একগুচ্ছ ট্রেন! শনি-রবিবার শিয়ালদহ থেকে চলবে না একাধিক লোকাল…
যদিও বেশকিছু শর্তে জামিন আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ সেগুলি হল-
১. যদি সিবিআইয়ের মামলায় হেফাজতে থাকায় এখনই জেল থেকে বেরোতে পারবেন না সুজয়কৃষ্ণ।
২. পাসপোর্ট জমা রাখতে হবে।
৩. নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না।
৪. নিম্ন আদালতে শুনানির দিন হাজির থাকতে হবে।
৫. কোন নথি বিকৃত করতে পারবেন না।
৬. নিম্ন আদালতের অনুমতি ছাড়া ফোন নম্বর বদল করতে পারবেন না।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে ছিলেন তিনি। গত মাসেই শেষ হয় শুনানি। এবং শুক্রবার সেই আবেদন মঞ্জুর করা হয়। তবে অন্য মামলাও রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। সিবিআইয়ের একটি মামলায় হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। তা মঞ্জুর হলেই জেলমুক্তি হবে তাঁর। তবে আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)