সৌভিক মজুমদার, কলকাতা : লেক থানা এলাকায় গান পয়েন্টে এক IAS অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। রাজ্যের বাইরে কর্মরত ওই IAS অফিসার। ঘটনার তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হল কলকাতা পুলিশ। পুলিশের ভূমিকা নিয়েও তুলল প্রশ্ন। OC ছাড়াও ৫ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য CP-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গত ১৪, ১৫ জুলাই ২ দফায় বাড়িতে ঢুকে ওই IAS অফিসারের স্ত্রীকে গান পয়েন্টে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে। এনিয়ে অভিযোগ জানাতে লেক থানায় গেলেও, অভিযোগ না নিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধেই অভিযোগপত্র বিকৃত করার বিস্ফোরক অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের স্বপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ মেলেনি বলে দাবি করে রাজ্য। এই পরিস্থিতিতে গ্রেফতারির পরেই নিম্ন আদালতে সঙ্গে সঙ্গে অভিযুক্তের জামিন মঞ্জুর হয়ে যায়। যদিও নিম্ন আদালতে অভিযুক্তের জামিন কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয়।
এদিন শুনানি শেষে হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, একজন ডেপুটি কমিশনারের পদমর্যাদার একজন মহিলা পুলিশ আধিকারিককে এই মামলায় হস্তান্তর করা হচ্ছে। এখন থেকে সেই মহিলা পুলিশ আধিকারিকই হবেন তদন্তকারী অফিসার।
তার পাশাপাশি শৃঙ্খলাবঙ্গের অভিযোগে লেক থানার তৎকালীন ওসি, একজন সাব-ইন্সপেক্টর, একজন সার্জেন্ট এবং তিন জন মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধর্ষণের যে অভিযোগ এসেছিল তাতে কলকাতা হাইকোর্টের বক্তব্য, গুরুতর অভিযোগ থাকলেও লঘু ধারায় প্রাথমিক পর্যায়ে এফআইআর হয়েছে। সঠিক ধারায় এফআইআর দায়ের না হওয়া এবং অভিযোগপত্রকে বিকৃত করার যে অভিযোগ উঠেছে তার ফলে এই মামলা দুর্বল হয়েছে । ফলে, এই ঘটনার তদন্তে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে আরজি করে (RG Kar News) তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। আন্দোলনে এনিয়ে সরব হয়েছেন জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নাগরিক সমাজ। শুধু তা-ই নয়, এই ঘটনায় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। শেষমেশ তাঁদের আন্দোলনের চাপিয়ে সরিয়ে দিতে হয় বিনীত গোয়েলকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন